নতুন চুক্তিতে অনাগ্রহ, বার্সা ছাড়ছেন মেসি?

লিওনেল মেসি। বার্সায় নিজের শেষ দেখতে পাচ্ছেন? ছবি: টুইটার
লিওনেল মেসি। বার্সায় নিজের শেষ দেখতে পাচ্ছেন? ছবি: টুইটার
>

বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করতে চাইছেন না লিওনেল মেসি। এমনটাই জানিয়েছেন স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সের ও মিডিয়াসেটের সংবাদকর্মী মানু ক্যারেনিও

বার্সেলোনার সঙ্গে বর্তমান চুক্তি শেষ হতে এক বছরও বাকি নেই। এ অবস্থায় যেকোনো ক্লাবই তাঁদের সবচেয়ে বড় তারকার সঙ্গে নতুন চুক্তি করতে তোড়জোড় করবে। বার্সাও ব্যতিক্রম নয়। কিন্তু শোনা যাচ্ছে, নতুন চুক্তিতে সই করতে লিওনেল মেসি মোটেও আগ্রহী নন। চুক্তিবৃদ্ধির কথাবার্তা থামিয়ে দিয়েছেন আর্জেন্টাইন তারকা।

এমন খবরই জানিয়েছেন স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সের ও মিডিয়াসেটের সংবাদকর্মী মানু কারেনিয়া। তিনি জানিয়েছেন, মেসির এখন লক্ষ্য বর্তমান চুক্তি শেষ করে বার্সা ছেড়ে চলে যাওয়া। চুক্তিবৃদ্ধির কথাবার্তা বেশ ভালোই এগোচ্ছিল। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে মাঠ ও মাঠের বাইরে দলে হতোদ্যম অবস্থা দেখে মেসি নতুন করে গোটা ব্যাপারটা নিয়ে চিন্তাভাবানা করা শুরু করেছেন। আপাতত নতুন চুক্তিতে সই না করার সিদ্ধান্ত নিয়েছেন।

কারেনিয়া মেসির কিছু ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে লিখেছেন, ক্লাবের বোঝা হয়ে থাকতে চান না মেসি। আর্জেন্টাইন এই তারকা সব সময় বলেছেন, ক্লাবে যতদিন তাঁর মূল্য থাকবে, ততদিন তিনি থাকবেন। হয়তো বার্সায় গত কয়েক সপ্তাহ ধরেই নিজেকে একা লাগছে মেসির।

বলা হয়েছে, যেসব সিদ্ধান্ত নেওয়ার পেছনে মেসির কোন হাত নেই, সেসব সিদ্ধান্তের জন্যেও মেসিকে দোষারোপ করা হয়েছে, হচ্ছে। সেটা দেখেই তিনি বিরক্ত। এ ছাড়াও, ক্লাবের কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা দেখছেন না তিনি। নিয়মিত ব্যক্তিগত গোপনীয় তথ্য সংবাদমাধ্যমে চলে যাচ্ছে, এ জিনিসটাও ভালো লাগছে না তাঁর।

মেসি আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন, বার্তোমেউর অধীনে বোর্ড যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন চুক্তি সই করবেন না। অন্য বোর্ড ক্ষমতায় আসার অপেক্ষা করছেন তিনি। আগামী বছর জুনের মাঝামাঝি বার্সার সভাপতি নির্বাচন হবে। মেসির চুক্তি শেষ হবে জুনের শেষে। কারেনিয়ার কথা সত্যি হলে, নির্বাচনের পর মেসির চুক্তি শেষ হওয়ার আগ পর্যন্ত ওই দশ-পনেরোদিন সময় বার্সার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

মেসি থাকবেন তো?