করোনা 'পজিটিভ' হওয়ার হ্যাটট্রিক পাকিস্তানি পেসারের

পাকিস্তানি পেসার হারিস রউফ। ছবি: টুইটার
পাকিস্তানি পেসার হারিস রউফ। ছবি: টুইটার

বোলিংয়ে টানা তিন বলে তিন উইকেট নিলে হ্যাটট্রিক। পাকিস্তানের ডানহাতি পেসার হারিস রউফ মাঠের বাইরে অন্য রকম এক হ্যাটট্রিকের শিকার হলেন। টানা তৃতীয় দফা কোভিড-১৯ পরীক্ষায় তিনি পজিটিভ হয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম এমন খবরই জানিয়েছে। টানা তৃতীয়বার পজিটিভ হওয়ায় তাঁকে আরও কিছুদিন সবার থেকে আলাদা থাকতে হবে। তবে তরুণ ব্যাটসম্যান হায়দার আলী ও টেস্ট পেসার ইমরান খান পরীক্ষায় নেগেটিভ ফল পেয়েছেন। এ দুই ক্রিকেটারের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি।


বাঁহাতি স্পিনার কাশিফ ভাট্টি এখনো পরীক্ষার ফল পাননি। লাহোরে হায়দার ও ইমরানের সঙ্গে তাঁকেও পরীক্ষার জন্য ডাকা হয়। আজ তাঁদের আবার পরীক্ষা করা হবে। আগের পরীক্ষায় নেগেটিভ আসায় কাশিফকে আরেকবার করোনা পরীক্ষা করাতে হবে।

এই তিন ক্রিকেটার আবারও নেগেটিভ হলে তাঁদের ইংল্যান্ডে পাঠানোর ব্যবস্থা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর মধ্যে ২০ সদস্যের পাকিস্তান দল ইংল্যান্ডে পৌঁছেছে। উস্টারশায়ারে ১৪ দিন ‘আইসোলেশন’-এ থাকার মাঝে তারা অনুশীলনও করছে। তিন ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ৫ আগস্ট ম্যানচেস্টারে শুরু হওয়ার কথা প্রথম টেস্ট।