সেরা অলরাউন্ডার হয়েও স্টোকসের মতো খ্যাতি পাই না, দাবি হোল্ডারের

এই সময়ের সেরা দুই অলরাউন্ডার বেন স্টোকস ও জেসন হোল্ডার। ফাইল ছবি
এই সময়ের সেরা দুই অলরাউন্ডার বেন স্টোকস ও জেসন হোল্ডার। ফাইল ছবি
>জেসন হোল্ডার টেস্টের এক নম্বর অলরাউন্ডার, বেন স্টোকস দুই নম্বর। তবু কেন তারকাখ্যাতিতে স্টোকসের চেয়ে পিছিয়ে তিনি সেই প্রশ্নের জবাব খুঁজছেন হোল্ডার

কে বড় তারকা, জেসন হোল্ডার না বেন স্টোকস? প্রশ্নের উত্তরের ঘরে যে বেশির ভাগ মানুষ ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা স্টোকসের নাম লিখবেন তাতে কোনো সন্দেহ নেই। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোল্ডারও তা জানেন ভালো করে। কিন্তু কেন সবাই তাঁকে রেখে স্টোকসকে নিয়ে বেশি মাতামাতি করে সেটিই বোঝেন না হোল্ডার। তিনি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার, স্টোকস দুই নম্বর; এই তথ্য জানিয়ে কাল বললেন এই উপেক্ষার জবাব তিনি মাঠেই দিতে চান।

১১৭ দিন পর আজ মাঠে ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট। সাউদাম্পটনে প্রথম টেস্টে হোল্ডারের ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে স্টোকসের ইংল্যান্ডের। ম্যাচটিকে অনেকেই দেখছেন বিশ্বসেরা দুই অলরাউন্ডারের শ্রেষ্ঠত্বের লড়াই হিসেবে। সেই লড়াইয়ে নামার আগে কাল সংবাদ সম্মেলনে নিজের দুঃখের জানিয়ে গেলেন হোল্ডার, ‘ব্যক্তিগত এসব অর্জন কিংবা আইসিসি র‍্যাঙ্কিং নিয়ে কথা বলাটা আমার পছন্দ নয়। বেনকে (স্টোকস) নিয়ে সব সময় কথা হয়, সে যোগ্য বলেই তা হয়। সে সত্যিই ভালো ক্রিকেটার। তবে আইসিসি র‍্যাঙ্কিং বলছে আমি বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। আমার যতটা কৃতিত্ব পাওয়া উচিত সেটি সম্ভবত পাই না। কেন পাই না কে জানে?’

দুঃখ করলেও জানিয়ে দিলেন প্রতিপক্ষ দলে স্টোকসের মতো কারও থাকাটা তাঁকে ভালো খেলতে অনুপ্রাণিত করে, ‘সত্যি কথা বলতে আমি এসব নিয়ে ভাবি না। সাংবাদিকেরা আছেন, আপনারা লিখবেন। আমি এখানে এসেছি শুধুই ক্রিকেট খেলতে। আপনি যখন স্টোকসির মতো প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে খেলেন মাঠে সব সময়ই জমজমাট লড়াই হবে।’

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক আথারটন বলেছেন ভিভ রিচার্ডসের পর তাঁর দেখা সেরা ক্যারিবীয় অধিনায়ক হোল্ডার। ভিভের সময়েই ১৯৮৮ সালে সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ৩২ বছর পর হোল্ডার কি পারবেন পুরোনো সে স্মৃতি ফিরিয়ে আনতে?

গত বছর দেশের মাটিতে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছিল হোল্ডারের দল। ওই সিরিজের প্রথম ম্যাচে টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটা পেয়েছিলেন হোল্ডার। ক্যারিবীয় অধিনায়ক স্বপ্ন দেখতেই পারেন ইংল্যান্ড জয় করার।