পিকে মাঠে গেলেন সাইকেল চেপে, চাপ রেফারিকে

এস্পানিওলের মুখোমুখি হতে সাইকেল চেপে ক্যাম্প ন্যু তে যাচ্ছেন জেরার্ড পিকে। চলন্ত অবস্থায় তাঁকে এভাবে ধারণ করা হয় ক্যামেরায়। ছবি: টুইটার
এস্পানিওলের মুখোমুখি হতে সাইকেল চেপে ক্যাম্প ন্যু তে যাচ্ছেন জেরার্ড পিকে। চলন্ত অবস্থায় তাঁকে এভাবে ধারণ করা হয় ক্যামেরায়। ছবি: টুইটার

জেরার্ড পিকের কাজ মাঠে রক্ষণভাগ সামলানো। রেফারি, প্রতিদ্বন্দ্বী দল কিংবা খেলোয়াড়কেও খোঁচা মারতে জুড়ি নেই বার্সেলোনা তারকার। তবে মাঠের বাইরে পিকে ভালোই সচেতন। কাল 'কাতালান ডার্বি'তে যেমন তিনি মাঠে গিয়েছিলেন সাইকেল চেপে।

করোনাভাইরাস মহামারির মধ্যে জনপরিহন চলাচল সীমিত রাখতে সাইকেলের ওপর গুরুত্ব দিয়েছে বার্সেলোনা শহরের প্রশাসন। সাইকেল ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে এবং মানুষ যেন নিরাপদে সাইকেল চালাতে পারে সে জন্য অতিরিক্ত ২১ কিলোমিটার রাস্তাও বানানো হয়েছে। পিকে সাইকেল চেপে মাঠে গিয়ে সবাইকে সচেতন রাখার দায়িত্ব পালন করেন।

টি-শার্ট, শর্টস ও বেজবল টুপি মাথায় ইলেকট্রিক সাইকেলে চেপে ক্যাম্প ন্যু তে আসেন পিকে। বার্সা ডিফেন্ডার এর আগে অনুশীলনে অনেকবার সাইকেল চেপে গিয়েছেন। কিন্তু সাইকেল চেপে ম্যাচ খেলতে গিয়ে কাল চমকে দেন সবাইকে।

এস্পানিওলের বিপক্ষে ম্যাচটা জিততেই হতো বার্সাকে। লুই সুয়ারেজের গোলে জয় তুলে নিয়ে লিগ শিরোপা দৌড়ে নিজেদের কাজটা সারছে কিকে সেতিয়েনের দল। মাঠেও পিকে ছিলেন চিরাচরিত মেজাজে। রেফারিকে খোঁচা মারতে কার্পন্য করেননি এতটুকু।

সাইকেল ভালোই পছন্দ করেন পিকে। বার্সার অনুশীলনে যাওয়া থেকে সন্তানদের নিয়ে সাইকেল ঘুরতে পছন্দ করেন তিনি। ছবি: টুইটার
সাইকেল ভালোই পছন্দ করেন পিকে। বার্সার অনুশীলনে যাওয়া থেকে সন্তানদের নিয়ে সাইকেল ঘুরতে পছন্দ করেন তিনি। ছবি: টুইটার

ম্যাচের ৫০ থেকে ৫৩ মিনিটের মধ্যে ১০জনের দলে পরিণত হয়েছিল বার্সা এবং এস্পানিওল। ৫০ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখেন বার্সার উঠতি তারকা আনসু ফাতি। ৪ মিনিটের মাথায় মারাত্মক ট্যাকল করে লাল কার্ড দেখেন এস্পানিওলের পল লোজানো। এ দুটি সময়েই ভিডিও সহকারি রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে সিদ্ধান্ত দিয়েছেন মাঠের রেফার। আর দু-বারই রেফারিকে খুঁচিয়েছেন বার্সা অধিনায়ক পিকে।

ফাতি লাল কার্ড দেখার পর রেফারি মার্তিনেজ ‍মুনুয়েরার প্রতি করতালি দিয়ে পিকে বলেন, 'ব্রাভো, ব্রাভো, আরও একটা।' লোজানোর ফাউলের শিকার হওয়ার পর পিকে যেন জানতেন যে লাল কার্ডই দেখানো হবে। 'খুব হালকা লাল' বলে রসিকতা করেন ৩৩ বছর বয়সী এ ডিফেন্ডার।

সম্প্রতি রেফারি ও অফিশিয়ালদের সঙ্গে সম্পর্কটা মোটেও ভালো যাচ্ছে না বার্সার। করোনা মহামারির মধ্যে স্থগিত লিগ পুনরায় মাঠে গড়ানোর পর শুরু হয়েছে এ বিতর্ক। রিয়াল রেফারি ও ভিএআর-এর পক্ষপাতের সুবিধা নিয়ে শীর্ষে বলে অভিযোগ উঠেছে বার্সার পক্ষ থেকে। ক্লাবটির সভাপতি পর্যন্ত এমন ইঙ্গিত করেন।

৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল। দুইয়ে থাকা বার্সার সংগ্রহ ৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট।