এনগিডি শ্বেতাঙ্গ কৃষকদের দুর্দশা নিয়েও ভাবুক, চান সিমকক্স, ডিপেনাররা

`ব্ল্যাক লাইভস ম্যাটার` আন্দোলনে সমর্থন দিয়ে সমালোচনা সইছেন লুঙ্গি এনগিডি। ফাইল ছবি
`ব্ল্যাক লাইভস ম্যাটার` আন্দোলনে সমর্থন দিয়ে সমালোচনা সইছেন লুঙ্গি এনগিডি। ফাইল ছবি
>দক্ষিণ আফ্রিকার সাবেক তিন ক্রিকেটার রুডি স্টেইন, প্যাট সিমকক্স ও বোয়েটা ডিপেনার শুধু 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলন নিয়ে মাথা না ঘামিয়ে লুঙ্গি এনগিডিকে দেশটির শ্বেতাঙ্গ কৃষকদের দুর্দশা নিয়েও ভাবতে বলছেন।

বিশ্বজুড়েই 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনে সংহতি জানিয়ে যাচ্ছে ক্রীড়াঙ্গন। হাঁটু গেড়ে বসে, জার্সিতে ব্ল্যাক লাইভস ম্যাটার লিখে ও ব্ল্যাক পাওয়ার স্যালুট দিয়ে বর্ণবাদ বিরোধী আন্দোলনে নিজেদের সমর্থন জানিয়ে যাচ্ছেন ক্রীড়াঙ্গনের মানুষেরা। দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার লুঙ্গি এনগিডিও তাঁর দেশের ক্রিকেটারদের 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনে যোগ দিতে অনুরোধ করেছেন। তাঁর ডাকে সাড়া পরেছে বেশ। তবে দক্ষিণ আফ্রিকার কয়েকজন সাবেক ক্রিকেটার খেপে গেছেন এনগিডির ওপরে। প্যাট সিমকক্স ও বোয়েটা ডিপেনারের মতো সাবেকেরা এনগিডিকে পরামর্শ দিয়েছেন শুধু 'ব্ল্যাক লাইভস ম্যাটার' নিয়ে মাথা না ঘামিয়ে অত্যাচারের স্বীকার দক্ষিB আফ্রিকার শ্বেতাঙ্গ কৃষকদের দুর্দশার দিকেও নজর দিতে।

দিন কয়েক আগে বর্ণ বৈষম্য নিয়ে দলগতভাবে কিছু করার আহ্বান জানান এনগিডি, 'জাতি হিসেবে বর্ণ বৈষম্য নিয়ে আমাদের এক দুঃসহ ইতিহাস আছে। তাই আমাদের অবশ্যই দলীয়ভাবে এই ব্যাপারে কিছু করা উচিৎ। যদি তা না হয় তবে আমই নিজেই কিছু করব। আমাদের ব্যাপারটাকে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিৎ। সারা বিশ্বের মতো আমাদেরও উচিৎ এই আন্দোলনে সংহতি জানানো।'

এনগিডির এই আহ্বান শুনে সবার আগের প্রতিক্রিয়া দেখান ১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি টেস্ট ও একটি ওয়ানডে খেলা রুডি স্টেইন। মঙ্গলবার ফেসবুকে এনগিডির কথা নিয়ে করা এক সংবাদ শেয়ার করে স্টেইন লেখেন দক্ষিণ আফ্রিকার 'জবাই হওয়া' শ্বেতাঙ্গ কৃষকদের উপেক্ষা করে প্রোটিয়াদের উচিৎ হবে না 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনে সংহতি জানানো, ''আমি বিশ্বাস করি প্রোটিয়াদের বর্ণবাদের বিরুদ্ধে দাঁড়ানো উচিৎ। তবে তাঁরা যদি শ্বেতাঙ্গ কৃষকদের পশুর মতো 'জবাই হওয়া' নিয়ে মাথা না ঘামিয়ে শুধু 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনে সমর্থন জানায় তবে আমি এর সঙ্গে নেই।''

স্টেইনের এই মন্তব্যের জের ধরেই আলোচনায় যোগ দেন সিমকক্স ও ডিপেনার। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়া ডিপেনার এনগিডিকে দক্ষিণ আফ্রিকায় সাদাদের ফার্মে হামলা নিয়েও কথা বলতে বলেন, ''আমি বলতে বাধ্য হচ্ছি 'ব্ল্যাক লাইভস ম্যাটার'কে আমি বাম রাজনৈতিক আন্দোলনের চেয়ে বেশি কিছু মনে করি না। সবার জীবনের মূল্য আছে। আমাকে যদি তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে বলো তবে লুঙ্গি তোমার উচিৎ হবে ফার্মে আক্রমণ নিয়ে আমার পাশে দাঁড়ানো।''

১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দক্ষিন আফ্রিকার হয়ে খেলা অফ স্পিনার সিমকক্স এনগিডিকে সরাসরি 'নির্বোধ' বলেছেন, 'এটা কেমন নির্বুদ্ধিতা। সে অবশ্যই ব্যক্তিগতভাবে প্রতিবাদ করতে পারে। কিন্তু দয়া করে প্রোটিয়াদের এর মধ্যে টেনো না। প্রচণ্ড চাপে থাকা দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ কৃষকদের সমর্থন করা নিয়ে তাঁর ভাবা উচিৎ।'