ইংল্যান্ডে 'গোপন অস্ত্র' নিয়ে গেছেন ইয়াসির

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ভালো করতে চান ইয়াসির শাহ । ফাইল ছবি
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ভালো করতে চান ইয়াসির শাহ । ফাইল ছবি

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ সামনেই। তৈরি হচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা। করোনাভাইরাস নিয়ে নানা জটিলতার মুখে পড়া পাকিস্তান ক্রিকেট দল এখন ক্রিকেটেই মনোযোগী। এ সিরিজে পাকিস্তান দলের বড় অস্ত্র হতে যাচ্ছেন লেগ স্পিনার ইয়াসির শাহ। তিনি নিজে অবশ্য এ মুহূর্তে শান দিচ্ছেন তাঁর সবচেয়ে বড় অস্ত্রে। ৩৪ ববছর বয়সী এই লেগ স্পিনারের লক্ষ্য সেই 'সবচেয়ে বড় অস্ত্র' দিয়েই প্রতিপক্ষকে ঘায়েলের।

সেই বড় অস্ত্রটি গোপন কিছু নয়। ইয়াসির গুগলি দিয়েই ইংলিশ ক্রিকেটারদের বিপদে ফেলবেন—সোজা সাপটাই জানিয়েছেন। লেগ স্পিনের ঘূর্ণির মায়াজালে ইংলিশ ক্রিকেটারদের জড়ানোর পাশাপাশি এ সিরিজে নিজের একটি বাড়তি লক্ষ্যও স্থির করেছেন তিনি—ব্যাট হাতে একটা সেঞ্চুরি!

গুগলি দিয়ে নিজের প্রস্তুতিতে সন্তুষ্ট ইয়াসির, 'আমার গুগলি ভালোই আসছে। উইকেটে পড়ে ভালোই ঘুরছে। ঠিক জায়গামতোই পড়ছে। আমি মনে করি ইংল্যান্ডের মাটিতে এটিই হবে সবচেয়ে বড় অস্ত্র।'

কেন গুগলি প্রধান অস্ত্র হবে, সেটির ব্যাখ্যাও দিয়েছেন ইয়াসির, 'আমি দেখেছি ইংলিশ কাউন্টি দলগুলো জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে স্পিনারদের দলভুক্ত করে। এই তিন মাসে ইংল্যান্ডে উইকেট বেশ শুষ্ক থাকে। স্পিনাররা খুব কাজে লাগে এই সময়। আমি আশা করছি ইংল্যান্ড–পাকিস্তান সিরিজের সময়ও উইকেট স্পিনারদের সাহায্য করবে।'

বোলিংয়ের পাশাপাশি নিজের ব্যাটিংটা নিয়েও কাজ করছেন ইয়াসির। টেস্ট ক্যারিয়ারে এর আগেও সেঞ্চুরিসহ ৭০৭ রান করা এই ক্রিকেটার ইংল্যান্ডে একটা সেঞ্চুরি পেতে চান, 'আমি আমার ব্যাটিং নিয়ে কাজ করছি। যখন দলের প্রয়োজন হবে, তখন ব্যাট হাতেও ভালো করতে হবে। আমার লক্ষ্য ইংল্যান্ডে একটা সেঞ্চুরি করা। আমি যদি অ্যাডিলেডে সেঞ্চুরি করতে পারি তাহলে ইংল্যান্ডে পারব না কেন!'

ইয়াসির ৩৯ টেস্ট খেলে ২১৩ উইকেট পেয়েছেন। টেস্ট ইতিহাসে সবচেয়ে কম ম্যাচে (৩৩) ২০০ উইকেট নেওয়ার কৃতিত্ব তাঁরই।