'ভার'-এর ভুল সবই ভুল...

ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ ঘুরতে গিয়ে পা দিয়ে মাড়িয়ে দেন ভিলার কোনসাইকে। কিন্তু ইউনাইটেডকেই উল্টো পেনাল্টি উপহার দেওয়া হয়। ছবি: টুইটার
ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ ঘুরতে গিয়ে পা দিয়ে মাড়িয়ে দেন ভিলার কোনসাইকে। কিন্তু ইউনাইটেডকেই উল্টো পেনাল্টি উপহার দেওয়া হয়। ছবি: টুইটার

কিংবদন্তি গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা অমর গান 'ভুল সবই ভুল।এই জীবনের পাতায় পাতায় যা লেখা, সে ভুল। ভুল সবই ভুল।' ইংলিশ প্রিমিয়ার লিগে কাল রাতে ভিডিও সহকারি রেফারি (ভিএআর) বা 'ভার'-এর পারফরম্যান্স নিয়ে গানটা চাইলে একটু বদলে ফেলা যায়। শুধু জীবনের জায়গায় কাল রাত বসবে।

কীভাবে? সে কথাই বলছি। কাল রাতে তিনটি ম্যাচ গড়িয়েছিল প্রিমিয়ার লিগে। এ তিন ম্যাচে পেনাল্টি নিয়ে 'ভার'-এর সবগুলো সিদ্ধান্তই ছিল ভুল। ভুল পড়েননি। যে প্রযুক্তি আনা হয়েছে সিদ্ধান্তগুলো নিখুঁত করতে এখন তার ভুলের দায় নিতে হচ্ছে প্রিমিয়ার লিগকে।

ইউনাইটেড-অ্যাস্টন ভিলা ম্যাচের কথাই ধরা যাক। ব্রুনো ফার্নান্দেজকে ফাউল করার জন্য ভার-এর সাহায্য নিয়ে ভিলার বিপক্ষে পেনাল্টি দেন রেফারি। কিন্তু ভিডিও রিপ্লতে দেখা গেছে পেনাল্টির সিদ্ধান্তটা ভুল ছিল। ম্যাচ অব দ্য ডে-কে প্রিমিয়ার লিগ ম্যাচ সেন্টার থেকে বলা হয়, 'এটা ভুল সিদ্ধান্ত। ভার-এর সিদ্ধান্তটা পাল্টানো উচিত ছিল। কিন্তু তা করা হয়নি। উল্টো এজরি কোনসাই ফাউলের শিকার হন।' ম্যাচে ৩-০ গোলের জয় পায় ইউনাইটেড।

অন্য ম্যাচে এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করে সাউদাম্পটন। সাউদাম্পটনের জেমস ওয়ার্ড প্রোজি পেনাল্টি থেকে গোল করতে পারেননি। 'ভার'-এর সাহায্য নিয়ে এ পেনাল্টির সিদ্ধান্তও ভুল ছিল। উল্টো এভারটনের আন্দ্রে গোমেজের ওপর পড়ে গিয়েছিলেন প্রোজি। এভারটন কোচ কার্লো অ্যানচেলত্তি তাই মজা করে বলেছেন, 'রেফারিদের পারফরম্যান্স আমার দলের মতো। খুব একটা ভালো না।'

টটেনহাম-বোর্নমাউথ ম্যাচ গোলশুন্য ড্র হয়। এ ম্যাচে টটেনহামের পেনাল্টি পাওয়া উচিত ছিল বলে মনে করে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। বোর্নমাউথের জশুয়া কিং হ্যার কেইনকে ফাউল করলেও পেনাল্টি পায়নি হোসে মরিনহোর দল। 'ভার' এর দায়িত্বে থাকা রেফারি মাইকেল অলিভারের চোখ এড়িয়ে যায়। মাঠের রেফারি কোনো সিদ্ধান্ত যেমন দেননি তেমনি অলিভারও ভুলটা ধরিয়ে দেননি। মরিনহো তাই ম্যাচ শেষে ক্ষোভ উগড়ে দেন 'দুনিয়ার সবাই মনে করে' ওটা পেনাল্টি ছিল।

প্রিমিয়ার লিগের পক্ষ থেকে এ তিনটি ভুল নিশ্চিত করা হয়েছে।