মা-বাবার ভোগান্তি মনে করে কাঁদলেন হোল্ডিং

ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার মাইকেল হোল্ডিং। ছবি: টুইটার
ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার মাইকেল হোল্ডিং। ছবি: টুইটার

সাউদাম্পটন টেস্ট শুরুর দিনে বর্ণবাদের বিপক্ষে কিছু কড়া কথা বলেন মাইকেল হোল্ডিং। সমাজ না পাল্টালে বর্ণবাদ নির্মূল অসম্ভব বলে মনে করেন ক্যারিবিয় এ কিংবদন্তি। কাল একই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে হোল্ডিং আর নিজেকে ধরে রাখতে পারেননি। কেঁদেই ফেলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এ পেসার।

‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লোগো জার্সিতে লাগিয়ে খেলছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে ধারাভাষ্যকার ও বিশ্লেষেক হোল্ডিং স্কাই স্পোর্টসকে বলেছিলেন, শিক্ষার অভাব ও ছোটবেলা থেকে কারও মাথায় চামড়ার রঙের পার্থক্য ঢুকিয়ে দেওয়াই বর্ণবাদের উৎস। স্কাই স্পোর্টসের ক্রিকেট-পন্ডিত কাল প্রতিবেদক মার্ক অস্টিনের বর্ণবাদ নিয়ে কথা বলতে গিয়ে নিজের মা–বাবার প্রসঙ্গ টেনে তোলেন। আর এ প্রসঙ্গে কথা বলতে গিয়েই কেঁদে ফেলেন হোল্ডিং।

দুর্দান্ত গতির জন্য খ্যাতি কুড়োনো এ পেসার বলেন, ‘মা–বাবার কথা ভাবলে আবেগাক্রান্ত হয়ে পড়ি।’ এ কথা বলার পরই থেমে যান হোল্ডিং। অশ্রু সংবরণ করার চেষ্টা করে তিনি বলেন, ‘আমার মা–বাবা কিসের মধ্য দিয়ে গেছে, আমি তা জানি। এটা (বর্ণবাদ) আবার ফিরে আসছে। আমার মায়ের সঙ্গে কথা বলত না তার পরিবার। কারণ তার স্বামী একটু বেশি কালো। তারা কিসের মধ্য দিয়ে গেছে আমি জানি।’

হোল্ডিং চোখ মোছার সময় মার্ক অস্টিন তাঁকে জিজ্ঞেস করেন, বর্ণবাদ থামানোর সময়টা এখনই কি না? হোল্ডিংয়ের জবাব, ‘এটা দীর্ঘ ও ধীর প্রক্রিয়া। কিন্তু শম্ভুকগতির হলেও আমি আশা রাখি। পথটা ঠিক রাখতে হবে।’

কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ পুলিশ হেফাজতে নিহত হলে বর্ণবাদের বিরুদ্ধে ফুঁসে ওঠে গোটা বিশ্বই। ক্যারিবিয় ক্রিকেটাররা বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের ঘৃণার বিষয়টি বারবার সামনে নিয়ে এসেছেন।