কবে খাওয়াবেন, শিগগির জানাবেন মুশফিক

মুশফিকের ফাউন্ডেশনের জন্য চূড়ান্ত হয়েছে এই লোগোটি। ছবি: ফেসবুক
মুশফিকের ফাউন্ডেশনের জন্য চূড়ান্ত হয়েছে এই লোগোটি। ছবি: ফেসবুক
>নিজের 'এমআর ১৫' ফাউন্ডেশনের জন্য লোগো আহ্বান করেছিলেন মুশফিকুর রহিম। ভক্তদের পাঠানো অনেক লোগোর মধ্য থেকে লোগো চূড়ান্তো করে ফেলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

অবশেষে মুশফিকুর রহিম পেয়ে গেছেন তাঁর কাঙ্ক্ষিত লোগো। গত ২৬ মে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৫ বছর পূর্তিতে বাংলাদেশ দলের সিনিয়র ব্যাটসম্যান তাঁর ফাউন্ডেশন 'এমআর ১৫'-এর জন্য লোগো আহ্বান করেন ভক্তদের কাছে। সেখান থেকেই চূড়ান্ত করেছেন ফাউন্ডেশনের লোগো। পুরস্কার হিসেবে শিগগির বিজয়ী ভক্তদের নিয়ে মুশফিক যাবেন নৈশভোজে।

লোগো আহ্বান করে গত এক মাসে ভক্তদের কাছ থেকে ভালো সাড়া পেয়ে ভীষণ খুশি 'মুশি'। ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান আজ ফেসবুকে লিখেছেন, 'অনেক বছরের স্বপ্ন, আমার ফাউন্ডেশনের লোগো প্রকাশ করতে পেরে দারুণ আনন্দিত। চমৎকার সব লোগোর নকশা জমা পড়েছিল এ সময়ে। অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ। যদিও সেরা পাঁচটি লোগো এখান থেকে আমাকে বেছে নিতে হয়েছে, কিন্তু যারা এখানে অংশ নিয়েছেন তারা সবাই আমার চোখে জয়ী। আপনাদের প্রতি কৃতজ্ঞতা।'

ভক্তদের কাছে নিজের ফাউন্ডেশনের লোগোর নকশা আহ্বান করে মুশফিক জানিয়েছিলেন, এই প্রতিযোগিতায় বিজয়ী পাঁচ ভক্তকে নিয়ে তিনি ঢাকার কোনো একটি পাঁচ তারকা হোটেলে নৈশভোজ করবেন। সেটি অবশ্যই করোনা পরিস্থিতি ঠিক হয়ে গেলে। পাঁচজনের মধ্যে (চূড়ান্ত বিজয়ী) একজন পাবেন অটোগ্রাফসহ তাঁর জার্সি। আজ বিজয়ীর নাম ঘোষণা করে মুশফিক বলেছেন, 'যাঁর লোগো আমি সেরা হিসেবে নির্বাচন করেছি তাঁর নাম ইয়াসির সিদ্দিক আসিফ। আপনাকে অভিনন্দন। যে পাঁচজন প্রতিযোগির লোগো নির্বাচিত হয়েছে তাঁদের সবার সঙ্গে শিগগির যোগাযোগ করব। কবে, কীভাবে ডিনার করা যায় এবং কিছুটা সময় কাটানো যায়, তা জানাব।'

এ ঘোষণার পর বিজয়ী ভক্তরাও নিশ্চয়ই দিন গুনছেন কবে দেখা হবে প্রিয় তারকার সঙ্গে।