ধোনির সঙ্গে মেঝেতে ঘুমাতেন গম্ভীর

ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া জুটির সঙ্গীকে নিয়ে গম্ভীর জানালেন মজার এক তথ্য। এএফপি ফাইল ছবি
ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া জুটির সঙ্গীকে নিয়ে গম্ভীর জানালেন মজার এক তথ্য। এএফপি ফাইল ছবি

ধোনির ক্রিকেটীয় মস্তিষ্ক নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। খেলার মাঠে বহুবার প্রমাণ করেছেন, কেন তাঁকে ‘ক্যাপ্টেনকুল’ বলা হয়। এবার গৌতম গম্ভীরের কল্যাণে চেনা গেল মাঠের বাইরের এক অচেনা ধোনিকে।

মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কক্ষ ভাগাভাগি করার অভিজ্ঞতা জানিয়েছেন গম্ভীর। স্টার স্পোর্টসের চ্যাট শো ক্রিকেট কানেক্টেডে এসে সেই অভিজ্ঞতার ঝুলি খুলে দিয়েছেন, ‘একবার এক মাসেরও বেশি সময় ধরে আমরা রুমমেট ছিলাম। তখন আমরা শুধুই চুল নিয়ে কথা বলতাম। ওর তখন লম্বা চুল ছিল। চুল কীভাবে বড় রাখা যায়, তা নিয়ে ওর চিন্তা ছিল। আমার মনে পড়ে, সেবার আমাদের কক্ষটা অনেক ছোট ছিল। আমরা আলোচনা করলাম, কীভাবে কক্ষটা বড় করা যায়। তাই কক্ষ থেকে খাট সরিয়ে দিয়ে জায়গা বাড়ালাম, মেঝেতে ম্যাট্রেস পেতে ঘুমালাম। বেশ ভালোই লেগেছিল।’

এভাবে কক্ষ ভাগাভাগি করে থাকলে কক্ষসঙ্গী সম্পর্কে অনেক কিছু জানা যায় বলে মনে করেন গম্ভীর, ‘আমরা দুজনই অনেক তরুণ ছিলাম। ধোনি তখন মাত্র আন্তর্জাতিক অঙ্গনে এসেছে। আমরা একসঙ্গে কেনিয়ায় গিয়েছি। ইন্ডিয়া “এ” দলের হয়ে জিম্বাবুয়েতে গিয়েছি। অনেক সময় একসঙ্গে কাটিয়েছি। আপনি যদি কারও সঙ্গে দেড় মাস একই কক্ষে থাকেন, সেই মানুষটা সম্পর্কে অনেক কিছুই জানবে।’

একই অনুষ্ঠানে ধোনিকে ভাগ্যবান অধিনায়ক বলেছেন গম্ভীর, ‘ধোনি অনেক ভাগ্যবান। কারণ, ও অধিনায়ক হিসেবে প্রত্যেক ফরম্যাটেই অসাধারণ দল পেয়েছে। ২০১১ বিশ্বকাপের সময় অধিনায়কত্ব করা বেশ সহজ ছিল, কারণ সে দলে আমিসহ শচীন, শেবাগ, যুবরাজ, ইউসুফ, কোহলি—সবাই ছিলেন। ও সব সময় দুর্দান্ত দল পেয়েছে। আর সৌরভ গাঙ্গুলীকে দল গঠন করার জন্য অনেক খাটতে হয়েছে। যে কারণে ধোনি অনেক শিরোপা জিতেছে।’