গার্দিওলার ভাগ্য জানা যাবে আজ

আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে থাকবেন গার্দিওলা? ছবি: রয়টার্স
আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে থাকবেন গার্দিওলা? ছবি: রয়টার্স

ইংলিশ প্রিমিয়ার লিগ হাতছাড়া হয়ে গেছে। কিন্তু চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে ভালোভাবেই দৌড়ে আছে ম্যানচেস্টার সিটি। রিয়াল মাদ্রিদকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে তারা অনেকটাই এগিয়ে গেছে। কিন্তু আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলতে পারবে কি না, সেটা সিটি জানতে পারবে আজ।

পয়েন্ট তালিকায় বেশ ভালো ব্যবধানে এগিয়ে দুইয়ে আছে সিটি। প্রথমবারের মতো ইউরোপ সেরা হওয়ার স্বপ্নও দেখছে তারা। ফলে স্বাভাবিক নিয়মে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলায় কোনো বাধা নেই। কিন্তু সিটির পরিস্থিতি যে স্ভাবাবিক নয়! আজ স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটেই নিশ্চিতভাবে জানা যাবে, আগামী দুই মৌসুম ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে থাকবে কি না আরবের বিত্তে দাপুটে দলে পরিণত হওয়া এই ক্লাবটি।

ক্লাব চালানোয় আর্থিক অনিয়ম করায় ম্যানচেস্টার সিটিকে আগামী দুই মৌসুমের জন্য চ্যাম্পিয়নস লিগ থেকে নিষিদ্ধ করেছে উয়েফার আর্থিক নিয়ন্ত্রন কমিটি। ফেব্রুয়ারির সে শাস্তিতে ক্লাবটিকে ৩০ মিলিয়ন ইউরো জরিমানাও করা হয়েছে। ফুটবল থেকে নয় বরং মালিকের তহবিল থেকে ক্লাবের আয় নিশ্চিত করার ফলে পাওয়া এ শাস্তির বিরুদ্ধে আপিল করেছে সিটি। সে আপিলেরই ফল জানা যাবে আজ।

কোচ পেপ গার্দিওলা নিশ্চিত নন, আগামী মৌসুমে ইউরোপ সেরাদের লড়াইয়ে থাকবেন কিনা, 'আমি ক্লাব ও ক্লাবের যুক্তির ওপর বিশ্বাস রাখি। আশা করি আগামী মৌসুমেও আমরা যা অর্জন করেছি (চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ) সেটা কাজে লাগাতে পারব। কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। আমি নিশ্চিত আরও অনেকেই (সিটি না গেলে যাদের সুযোগ হবে) অপেক্ষা করছে।'

অতীতের অনিয়মের জন্য বর্তমানে শাস্তি পাওয়াটা সঠিক মনে হচ্ছে না গার্দিওলার কাছে, 'এটা এমনটা ব্যাপার যা অনেক আগে ঘটেছে। সে সময়কার ৯০ ভাগ কর্মীই আর নেই, কিন্তু আমাদের এখন অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই। আমরা সিদ্ধান্তটাকে সম্মান করি। আমি চেষ্টা করেছিলাম কী হয়েছে তা জানার। আমি নিশ্চিত ক্লাব যা করেছে তাতে আগামী মৌসুমে আমরা চ্যাম্পিয়নস লিগ খেলতে পারব।'

এরই মধ্যে লিগে দ্বিতীয় স্থান নিশ্চিত হয়ে গেছে সিটির। অন্য সময় হলে চ্যাম্পিয়নস লিগ খেলা নিয়ে তাদের চিন্তা না করলেও চলত। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিই ভাবাচ্ছে গার্দিওলাকে, 'এখন কিছু বলব না।আমরা সোমবারের (আজ) অপেক্ষায় আছি। এর পর ক্লাব বিবৃতি দেবে এবং আমিও উত্তর দেব।'