ক্রিকেটারদের মানসিকভাবে সুস্থ রাখায় জোর দিচ্ছে অস্ট্রেলিয়া

ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য নিয়ে আরও বড় পরিসরে কাজ করবে। ফাইল ছবি
ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য নিয়ে আরও বড় পরিসরে কাজ করবে। ফাইল ছবি

করোনাভাইরাস মহামারিতে আতঙ্ক, অসুস্থতা, বেকারত্ব, নানা অনিশ্চয়তায় স্বাভাবিকভাবেই মানুষের মানসিক চাপ বেড়েছে। মানসিক চাপে আছেন ক্রিকেটার ও ক্রিকেটসংশ্লিষ্ট অনেকেই। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাই জোর দিচ্ছে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখার ওপর।

অস্ট্রেলিয়া নারী ও পুরুষ দলে অবশ্য আগে থেকেই দুজন মনোবিদ কাজ করছেন। নারী দলে কাজ করেন পিটার ক্লার্ক আর পুরুষ দলে মাইকেল লয়েড। এবার তাঁদের কাজের পরিধি আরও বাড়াতে চাইছে সিএ। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড আসলে এই মহামারিতে আরও বড় পরিসরে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে চাচ্ছে। বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটাররা তো আছেনই, রাজ্য দল, বিগ ব্যাশ ও ক্লাব পর্যায়েও সিএ বিষয়টি নিয়ে কাজ করবে।

সিএর হাই পারফরম্যান্সের প্রধান ড্রিউ জিন বলেছেন, 'নতুন মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষাবিষয়ক মনোবিদেরা ক্রিকেট অস্ট্রেলিয়ায় মানসিক স্বাস্থ্যের প্রতি আরও বেশি মনোযোগ দেবেন। সিএর চুক্তিবদ্ধ খেলোয়াড়দের জন্য আরও বৃহৎ পরিসরে কাজ করবেন। মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে এটি দারুণ এক সুযোগ। এটি আমাদের দলের সঙ্গে কাজ করা বর্তমান মনোবিজ্ঞানীদের আরও শক্তিবৃদ্ধিতে সহায়তা করবে।'

এর আগে অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল, নিক ম্যাডিনসন ও উইল পুকোভস্কি মানসিক সমস্যায় ক্রিকেট থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলেছিলেন। করোনাভাইরাসের মহামারিতে মানসিক সমস্যা আরও বাড়তে পারে ক্রিকেটারদের। জিন তাই বলছেন, 'এটি এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এখন মানসিক স্বাস্থ্যের সমস্যাগুলো বেড়েই চলেছে। বিশেষ করে শীর্ষ ক্রিকেটারদের চাহিদা, কোভিড এবং চরম অনিশ্চয়তার কারণে। আমাদের খেলোয়াড়, কোচ ও স্টাফদের সঠিক সমর্থন এবং পরিবেশ সরবরাহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।'