'ভারতের সঙ্গে আমাদের পার্থক্য খুঁজে পাই না'

আগামী ৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরবে বাংলাদেশ। সিলেটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের ম্যাচটি। বাছাইপর্বের বাকি চারটি ম্যাচ নিয়েই ভীষণ রোমাঞ্চিত জাতীয় দলের অন্যতম ডিফেন্ডার তপু বর্মণ। দেশের মাটিতে আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার অপেক্ষায় বাংলাদেশ দলের এই ডিফেন্ডার।

রক্ষণ সামলে মাঝে মধ্যেই গোল করে দলকে জয় এনে দেন তপু। ঢাকায় দুই বছর আগে হওয়া সর্বশেষ সাফে টানা দুটি ম্যাচে গোল করে জিতিয়ে ছিলেন বাংলাদেশকে। প্রথম ম্যাচে ভুটানের সঙ্গে গোলের পর পাকিস্তানের বিপক্ষেও তপুর গোলে জয়। তবে বিশ্বকাপ বাছাইপর্ব মানে কঠিন মঞ্চ। বাংলাদেশের ডিফেন্ডারদের দিতে হয় কঠিন পরীক্ষা।

চোটের কারণে বিশ্বকাপ বাছাইপর্বের একটি ম্যাচও খেলা হয়নি তপুর। তবে ঘরে বসে ঠিকই দেখেছেন সতীর্থদের লড়াই। তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে আফগানিস্তানের বিপক্ষে ১–০ গোলের হার দিয়ে বাছাইপর্ব শুরু করেছিল বাংলাদেশ। এবার আফগানদের বিপক্ষে ঘরের মাঠে লড়াই। ম্যাচটি খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন বঙ্গবন্ধু গোল্ডকাপ দিয়ে চোট থেকে ফেরা তপু। দেশের মাটিতে খেলা বলেই আশাবাদী তিনি, 'আশা করি আগস্টে আমাদের ক্যাম্প শুরু হবে এবং নিজেদের প্রস্তুত করার জন্য যথেষ্ট সময় পাবো। হোম ম্যাচ হওয়ার কারণে আমরা বাড়তি কিছু সুবিধা পাবো। তাজিকিস্তানে আফগানিস্তানের সঙ্গে ভালো খেলেও হেরে গিয়েছিলাম। কিন্তু দলগত ভাবে তুলনা করলে ওদের চেয়ে আমরাই এগিয়ে থাকবো। যেহেতু দেশের বাইরের ম্যাচগুলো ভালো খেলেছি তাই আশা করি হোম ম্যাচেও একটা ইতিবাচক ফল পাবো।'

তপু বর্মন। ফাইল ছবি।
তপু বর্মন। ফাইল ছবি।

এর পর ১৩ অক্টোবর দোহায় কাতারের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তবে কাতার ম্যাচ ছাপিয়ে জেমি ডের দলের নজর দেশের মাটিতে ১২ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচের দিকে। গত বছর কলকাতায় গিয়ে ভারতের বিপক্ষে জিততে জিততেও শেষ মুহূর্তে ১–১ গোলে ড্র করেন জামাল ভূঁইয়ারা। ভারতের বিপক্ষে ওই ম্যাচের ফলটাকে ভালো খেলার অনুপ্রেরণা হিসেবে দেখছেন তপু, ' আমরা সেবার জয়ের খুব কাছাকাছি গিয়েও দুর্ভাগ্যবশত হেরে যাই। ওখানে ভারতের বিপক্ষে ভালো খেলাটা এবার আমাদের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। যদিও ভারতের সঙ্গে আমাদের কোনো পার্থক্য খুঁজে পাই না। তবে জয়ের ব্যাপারে সমান সম্ভাবনা থাকবে দুই দলের। কিন্তু আমরা হোম ম্যাচের সুবিধাটা কাজে লাগাতে চাই।'

১৭ নভেম্বর বাংলাদেশের শেষ ম্যাচ ওমানের বিপক্ষে। ওমানের মাটিতে গিয়ে গত বছর ১-৪ গোলে হারে বাংলাদেশ। কিন্তু এবার দেশের মাটিতে খেলা বলেই ভালো কিছুর আশা করছেন তপু, 'আমরা জানি ওমান শক্তিশালী প্রতিপক্ষ। বিশ্বকাপ বাছাইয়ের কঠিন ম্যাচটিই খেলেছি ওমানের সঙ্গে। তবে সেবার দেশের বাইরে খেলেছিলাম। এবার আমরা ঘরের মাঠে খেলব। দলগত ভাবে সবাই যদি ভালো খেলতে পারি তাহলে একটা ইতিবাচক ফলই হবে।'
বাছাইপর্বের আগের চার ম্যাচে তিন হার ও এক ড্রয়ে এক পয়েন্ট নিয়ে ‌'ই' গ্রুপের তলানিতে আছে বাংলাদেশ।