শিরোপা হারানোর দায় বার্সেলোনার, স্বীকার করে নিয়েছেন সুয়ারেজ

ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন সুয়ারেজ। ছবি: এএফপি
ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন সুয়ারেজ। ছবি: এএফপি

লা লিগার দর্শকদের জন্য আজ মহাগুরুত্বপূর্ণ এক দিন। লিগের আর মাত্র দুই ম্যাচ বাকি আছে। এ অবস্থায় কোনো দল যেন বাড়তি সুবিধা না পায় সেটা নিশ্চিত করতে প্রায় সব ম্যাচই আজ এক সঙ্গে শুরু হবে। ফলে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা-দুই দলেরই ম্যাচ দেখতে চাইলে বিশেষ ব্যবস্থা করে নিতে হবে।

দুই দলের ওপর নজর রাখতেই হবে, এমনটা নয়। লা লিগার শিরোপা দৌড় এখন যে পর্যায়ে আছে, তাতে রিয়াল আজ ভিয়ারিয়ালের বিপক্ষে জয় পেলেই আর অন্য ম্যাচে বার্সেলোনা কী করছে সেটা জানার দরকার নেই। ওদিকে বার্সেলোনা যদি আজ ওসাসুনার সঙ্গে জয় পেতে ব্যর্থ হয়, তবে রিয়াল নিজেদের ম্যাচে যাই করুক না কেন, তাদের শিরোপাজয় নিশ্চিত। বার্সেলোনা স্ট্রাইকার লুইস সুয়ারেজ তাই হাল ছেড়েই দিয়েছেন প্রায়। এবং এভাবে শিরোপা খোয়ানোর পেছনে নিজেদেরই দায় দেখছেন।

করোনাবিরতির পর দুই পয়েন্টে এগিয়ে থেকে লিগ শুরু করেছিল বার্সেলোনা। কিন্তু প্রত্যাবর্তনের পর ৯ ম্যাচের ৩টিতেই ড্র করে উল্‌টো রিয়ালের চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে গেছে তারা। মুন্দো দেপোর্তিভোকে সুয়ারেজ বলেছেন, 'আমাদের নিজেদের দোষ দেখতে হবে। আমরাই এটা হাত থেকে ফসকে দিতে দিয়েছি। আমরা জানি এর দায়ভার আমাদের এবং আমরা কোনো অজুহাত দিচ্ছি না। এখন বার্সেলোনার সম্মানের জন্য আমাদের বাকি দুই ম্যাচ জিততে হবে এবং এরপর চ্যাম্পিয়নস লিগে মনোযোগ দিতে হবে। এর জন্য আমরা লড়ে যাব।'

বিরতির পর বার্সেলোনার সেরা খেলা দেখা গেছে গত সপ্তাহে। ভিয়ারিয়ালের মাঠে গিয়ে ৪-১ গোলের জয় তুলে নিয়েছিল বার্সেলোনা। এ মৌসুমে কোনো ট্রফি পাওয়ার আশা বাঁচিয়ে রাখতে বাকি সব ম্যাচে ভিয়ারিয়াল ম্যাচের পারফরম্যান্সের পূণরাবৃত্তি চান সুয়ারেজ, 'আমরা যদি আমাদের মানে খেলি, যে কাউকে হারাতে পারি। কিন্তু এখন একটি ম্যাচে ব্যর্থ হলেই শেষ, তাই আমাদের সতর্ক থাকতে হবে। যদি চ্যাম্পিয়নস লিগের মতো গুরুত্বপূর্ণ জিনিসের জন্য লড়তে চাই, আমাদের ভিয়ারিয়াল ম্যাচের মতো খেলতে হবে। আমরা যদি দেড় শ ভাগ দিয়েও থাকি, আমরা আবারও সেটা করতে পারব। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচটি একটি বার্তা ছিল। যদি আমরা চাই, তাহলে পারি।'