ইংল্যান্ড সফরের প্রাথমিক দল ঘোষণা অস্ট্রেলিয়ার

ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করে রাখল অস্ট্রেলিয়া। ছবি
ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করে রাখল অস্ট্রেলিয়া। ছবি
>২৬ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন বেশ কিছু নতুন মুখ, আবার বাদ পড়েছেন অনেক অভিজ্ঞ তারকা

আগামী সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার ইংল্যান্ড সফর। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। কবে হবে, সেটার দিনক্ষণ পাকাপাকিভাবে ঠিক না হলেও আগেভাগেই প্রাথমিক দল ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া। যাতে খেলোয়াড়েরা আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিতে পারেন।


করোনাভাইরাস আসার কারণে স্থগিত জীবনযাত্রা পুনরায় শুরু হওয়ার পর এটাই হবে অস্ট্রেলিয়ার প্রথম সিরিজ।

প্রাথমিক দলে ট্রাভিস হেড আর উসমান খাজার অন্তর্ভুক্তিই বলা চলে সবচেয়ে বড় চমক। গত বছরের অ্যাশেজের পর খাজাকে দলে ডাকেনি অস্ট্রেলিয়া। ওদিকে হেড সর্বশেষ সীমিত ওভারের ক্রিকেট খেলেছেন ২০১৮ সালে। কনুইয়ে অস্ত্রোপচারের পর প্রথমবারের মতো দলে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েলও। ওদিকে অভিষেকের অপেক্ষায় আছে জশ ফিলিপে, ড্যানিয়েল সিমস ও রিলি মেরেডিথের মতো তরুণেরা।
দলে রাখা হয়নি পিটার হ্যান্ডসকম্ব, নাথান কোল্টার-নাইল ও শন মার্শকে।

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলছে ইংল্যান্ড। এরপর খেলবে পাকিস্তানের বিপক্ষে। তারপর সেপ্টেম্বরে হতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই।
প্রাথমিক দলে আছেন : স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, অ্যালেক্স ক্যারি, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, ট্রাভিস হেড, অ্যাডাম জাম্পা, অ্যাশটন আগার, শন অ্যাবট, ডি'আর্সি শর্ট, কেন রিচার্ডসন, মার্কাস স্টয়নিস, অ্যান্ড্রু টাই, বেন ম্যাকডারমট, রিলি মেরেডিথ, মাইকেল নেসের, জশ ফিলিপে, ড্যানিয়েল স্যামস।