১৪ জন অধিনায়ক পেয়েছিলেন তিনি

মার্ক টেলর খেলেছেন শুধুই বোর্ডারের অধীনে। ফাইল ছবি
মার্ক টেলর খেলেছেন শুধুই বোর্ডারের অধীনে। ফাইল ছবি
টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি অধিনায়কের অধীনে খেলেছেন কে জানেন কি?


জেমস অ্যান্ডারসন টেস্ট খেলেছেন ১৫২। ১৭ বছরের টেস্ট ক্যারিয়ারে জেমি পেয়েছেন আট অধিনায়ক। সর্বশেষ খেলেছেন বেন স্টোকসের অধীনে। অ্যান্ডারসনের ৮ অধিনায়ক দেখেই যদি অবাক হন, ফ্র্যাঙ্ক উলিকে কী বলবেন!
৬৪ টেস্টের ক্যারিয়ারে উলি ১৪ জন অধিনায়কের অধীনে খেলেছেন, একজন খেলোয়াড়ের যেটি সর্বোচ্চ। এরপরই আছেন শিবনারায়ণ চন্দরপাল। তিনি খেলেছেন ১৩ অধিনায়কের অধীনে। মুশতাক আহমেদ, জ্যাক হবস ও ইনজামাম-উল-হক খেলেছেন ১২ অধিনায়কের অধীনে।
১০৪ টেস্ট খেলা মার্ক টেলর এক অর্থে খেলেছেন মাত্র একজনের অধীনে। অ্যালান বোর্ডারের নেতৃত্বে খেলেছেন ৫৪ টেস্ট, বাকি ৫০ টেস্টে তিনি নিজেই অধিনায়ক ছিলেন। সব ঠিক থাকলে জো রুট নাম তুলতে পারেন এ তালিকায়। ৯২ টেস্টের ৫৩টি খেলেছেন অ্যালিস্টার কুকের অধীনে। ৩৯টিতে ছিলেন নিজেই অধিনায়ক। ১৬৮ টেস্ট খেলা স্টিভ ওয়াহ খেলেছেন তিন অধিনায়কের অধীনে। ৬৫টি অ্যালান বোর্ডার, ৪৬টি টেলরের অধীনে। বাকি ৫৭টি ছিলেন নিজেই অধিনায়ক।
৫৩ টেস্ট খেলা মার্ভ হিউজের পুরো টেস্ট ক্যারিয়ারটাই কেটেছে বোর্ডারের অধীনে। এক অধিনায়কের অধীনে এত দীর্ঘ ক্যারিয়ার আর কোনো ক্রিকেটারের নেই। এ তালিকায় তাঁর পরে আছেন জিওফ মার্শ। বোর্ডারের অধীনেই ৫০ টেস্ট খেলেছেন মার্শ। ঠিক বিপরীত চিত্র জর্জ হেডলির পরিসংখ্যানে। ২২ ম্যাচের ক্যারিয়ারে পেয়েছেন ৯ অধিনায়ক। প্রতি ২.৪৪ ম্যাচে একজন করে নতুন অধিনায়ক পেয়েছেন হেডলি। অন্তত ২০টির বেশি টেস্ট খেলেছেন, এমন খেলোয়াড়দের মধ্যে তাঁরই বেশি ঘন ঘন অধিনায়ক বদলেছে।
লেখার শুরুতে যে অ্যান্ডারসনের কথা বলা হলো, ১৫২ টেস্ট খেলে ফেলেছেন, তাঁর কখনোই স্বাদ পাওয়া হয়নি অধিনায়কত্বের। দীর্ঘ ক্যারিয়ারে অধিনায়কত্ব না করার রেকর্ডে তিনিই সবচেয়ে এগিয়ে। তাঁর পরেই আছেন শেন ওয়ার্ন, ১৪৫ টেস্টে কখনোই নেতৃত্ব দিতে পারেননি দলকে। তিনে থাকা স্টুয়ার্ট ব্রড ১৩৮ টেস্টে কোনো অধিনায়কত্ব করেননি। ব্যাটসম্যানদের মধ্যে আছেন ভিভিএস লক্ষণ, ১৩৪ টেস্ট খেলেছেন অধিনায়কত্ব ছাড়াই।
টেস্টে ব্রায়ান লারা আর গ্রায়েম স্মিথ নেতৃত্ব দিয়েছেন মোট ৫৬ খেলোয়াড়কে, এত বেশি খেলোয়াড়কে নেতৃত্ব দেওয়ার রেকর্ড নেই আর কোনো অধিনায়কের। বোর্ডার নেতৃত্ব দিয়েছেন ৫৫ খেলোয়াড়কে। ডেভিড গাওয়ার ৫৩, গ্রাহাম গুচ ও মাইক আথারটন নেতৃত্ব দিয়েছেন ৫২ খেলোয়াড়কে।