বিপদ থেকে উদ্ধার হওয়ার চেষ্টায় ইংল্যান্ড

ফিফটি পেয়েছেন ডম সিবলি। ছবি: রয়টার্স
ফিফটি পেয়েছেন ডম সিবলি। ছবি: রয়টার্স

ইংল্যান্ড ওল্ড ট্রাফোর্ড টেস্ট খেলতেই নেমেছে নেতিবাচক কিছু খবরকে সঙ্গী করে। আগের টেস্টে তারা হেরেছে। এই টেস্টের কয়েক ঘণ্টা আগে অপ্রত্যাশিত এক ঘটনার জেরে একাদশ থেকে বাদ পড়েছেন জফরা আর্চার। টস হেরে ব্যাটিং করতে নেমেও আরেক বিপদে। ৮১ রানে ৩ উইকেট হারানো ইংল্যান্ড এখন চেষ্টা করছে বিপদ থেকে উদ্ধার হতে। প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৩ উইকেটে ১৪৩।সাউদাম্পটন থেকে ম্যানচেস্টারে আসার পথে করোনাভাইরাসের বিধিনিষেধ ভেঙে হোভে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আর্চার। কাল এই খবর ছড়িয়ে পড়ায় ইসিবি আর দেরি করেনি। স্বাস্থ্যবিধি ভঙ্গের অভিযোগে ওল্ড ট্রাফোর্ড টেস্টের একাদশ থেকে আর্চারকে বাদ দিয়ে পাঁচ দিনের কোয়ারেন্টিনে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

আর্চারকে হারানোর ধাক্কা সামলাতে না সামলাতেই আজ দ্রুত টপ অর্ডার ধসে পড়েছে ইংল্যান্ডের। বৃষ্টির কারণে খেলা শুরু হয়েছে দেড় ঘণ্টা দেরিতে। টস হারা ইংলিশ অধিনায়ক রুটকে লাঞ্চের পরপরই নামতে হয়েছে হ্যাটট্রিক ঠেকাতে। ১৪তম ওভারের দ্বিতীয় বলে ররি বার্নসকে এলবিডব্লু করেন রোস্টন চেজ। মধ্যাহ্ন বিরতি দিয়ে দেওয়া হয় তখনই। লাঞ্চের পর ফিরে প্রথম বলেই জ্যাক ক্রলিকে লেগ স্লিপে জেসন হোল্ডারের ক্যাচ বানান চেজ। দুই বলের মধ্যে বিনা উইকেটে ২৯ থেকে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ২৯।রুট এসে হ্যাটট্রিক ঠেকিয়েছেন বটে, কিন্তু টিকতে পারেননি বেশিক্ষণ। ওপেনার ডম সিবলিকে নিয়ে তৃতীয় উইকেটে ৫২ রানের জুটি গড়ার পর আলজারি জোসেফকে স্লিপে ক্যাচ দেন হোল্ডারকে। রুট করেছেন ২৩ রান। চতুর্থ উইকেট জুটিতে সিবলিকে নিয়ে (৫৭*) দলকে টেনে তোলার চেষ্টা করছেন বেন স্টোকস (৩৪*)।