খেলোয়াড়দের 'ছুটি' দিচ্ছেন, আবার দিচ্ছেন না জিদান

খেলোয়াড়দের চাপ দিতে চান না জিদান। ছবি: এএফপি
খেলোয়াড়দের চাপ দিতে চান না জিদান। ছবি: এএফপি

লা লিগা জয়ের লক্ষ্য নির্ধারণ করেছিলেন জিনেদিন জিদান। সে শিরোপা তাঁর হাতে তুলে দিয়েছে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা। মৌসুম এখনো শেষ হয়নি। আগামী মাসেই চ্যাম্পিয়নস লিগের ম্যাচ আছে। কিন্তু কড়া মাস্টারমশাইয়ের মতো শাসন করতে চান না জিদান। তাই সরাসরি ছুটি না দিয়েও খেলোয়াড়দের দম ফেলার সুযোগ দিচ্ছেন কোচ।

গতকাল লিগের শেষ ম্যাচে লেগানেসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রিয়াল। ম্যাচের ফলে সন্তুষ্ট না হলেও খেলোয়াড়দের সমালোচনা করতে চান না জিদান, 'খেলার সময় নিজেদের মানমতো না খেলায় রাগ হতেই পারে। আমরা জয় পায়নি কিন্তু হারিওনি। বরং আজকের আগে যা করেছি তাতেই মনোযোগ দিতে চাই। এ মৌসুমটা অসাধারণ ছিল। যা করেছি তা নিয়ে খুশি থাকতে চাই।'

মৌসুম এখনো শেষ হয়নি। আগামী ৭ আগস্ট ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচ আছে রিয়ালের। ঘরের মাঠে ২-১ গোলে হেরেছে জিদানের দল। ফলে প্রতিপক্ষের মাঠে শুধু জয় পেলে হবে না, অন্তত দুই গোল করতে হবে তাদের। কিন্তু এখনই এ নিয়ে ভাবতে চান না জিদান, 'আমরা এখন ছুটি কাটাব এটা বলছি না। তাই বলে সিটিকে নিয়েও ভাবব না। আমরা আপাতত একটু দূরে থাকতে চাই খেলা থেকে। এর পর আমরা ভাবার সময় পাব। ১০-১৫ দিন সময় পাব ভাবার জন্য। এখন আমরা খেলা থেকে নিজেদের সরিয়ে নেব।'

খেলা থেকে নিজেদের সরিয়ে নিলেও প্রত্যাবর্তনের পর সিটির সর্বোচ্চ পরীক্ষা নেবেন বলেই জানিয়ে দিয়েছেন রিয়ালের কোচ, 'ফাইনালে ওঠার জন্য শেষ বিন্দু দিয়ে লড়ব। কিন্তু এখন চ্যাম্পিয়নস লিগ নিয়ে ভাবতে হবে না। এখন বিশ্রাম নেওয়ার সময় এবং শক্তি সঞ্চয়ের সময়। শেষ দিকে যে দৌড় (শিরোপা) ছিল সেটা অনেক পরিশ্রমের ব্যাপার ছিল। আমাদের এখন একটু দম নেওয়ার সুযোগ হয়েছে। আমরা সেটাই করব। চার পাঁচ দিন পর আমরা চ্যাম্পিয়নস লিগ নিয়ে ভাবব। কোনো চিন্তা বা চাপ নেই।'