পুলিসিচেই হ্যাজার্ড পেয়েছেন ল্যাম্পার্ড

পুলিসিচের ওপর আস্থা পাচ্ছেন ল্যাম্পার্ড। ছবি: এএফপি
পুলিসিচের ওপর আস্থা পাচ্ছেন ল্যাম্পার্ড। ছবি: এএফপি

প্রথম মৌসুমে ভালোই ফর্মে আছেন ক্রিশ্চিয়ান পুলিসিচ। গতকাল লিভারপুলের বিপক্ষে ৫-৩ গোলে চেলসি হারলেও যুক্তরাষ্ট্রের উইঙ্গার ছিলেন উজ্জ্বল। এক গোল করেছেন, সতীর্থকে দিয়ে করিয়েছেন আরেক গোল। নিজের শিষ্যের পারফরম্যান্সে এতটাই মুগ্ধ যে ক্লাবের ইতিহাসের অংশ হয়ে যাওয়া এডেন হ্যাজার্ডের সঙ্গে তাঁর তুলনা টেনেছেন কোচ ফ্র্যাংক ল্যাম্পার্ড।

এ মৌসুমে শুরুতে দলে সুযোগ করে নিতে পারছিলেন না পুলিসিচ। কিন্তু একবার ল্যাম্পার্ডের কৌশলের সঙ্গে মানিয়ে নিতে শুরু করার পরই ভাগ্য বদলে গেছে তাঁর। ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড লিগের ২৪ ম্যাচে ৯টি গোল করেছেন, সতীর্থদের করিয়েছেন ৪টি গোল। ২০১২-১৩ মৌসুমে চেলসিতে যোগ দেওয়া হ্যাজার্ডের তুলনায় সংখ্যাটি কিছুটা কম। সেবার ৩৪ ম্যাচে ৯ গোলের সঙ্গে ১১টি গোলে সহায়তাও ছিল বেলজিয়ান উইঙ্গারের। চেলসি ক্যারিয়ার জুড়েই এ ধারা বজায় রেখেছিলেন হ্যাজার্ড। গোল করার চেয়ে অন্যদের গোল বানিয়ে দিতেই আগ্রহ বেশি ছিল তাঁর। সে তুলনায় পুলিসিচের গোল ক্ষুধা বেশি।

হ্যাজার্ডের বিদায়ের পর সে শূন্যস্থান পূরণের দায়িত্ব পেয়েছেন পুলিসিচ। আগামী মৌসুমে অবশ্য আরও দুজনকে (টিমো ভেরনার, হাকিম জিয়েখ) পাচ্ছেন এ ভার সামলানোর কাজটা ভাগাভাগি করে নেওয়ার জন্য। তবে এখন পর্যন্ত যা দেখেছেন, তাতে পুলিসিচের মধ্যে হ্যাজার্ডের ছায়া খুঁজে পাচ্ছেন ল্যাম্পার্ড। চেলসি কোচের দাবি, ‘সে খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচের চেহারা বদলে দেওয়ার ক্ষমতা রাখে সে। আমি হ্যাজার্ডের প্রথম বছরে ক্লাবে ছিলাম। আর প্রিমিয়ার লিগে এসে প্রথম বছরে ভালো খেলা সহজ নয়, হ্যাজার্ডের জন্যও মানিয়ে নেওয়া কঠিন ছিল। ক্রিশ্চিয়ানেরও এমন মুহূর্তের মধ্যে যেতে হয়েছে। মাঝ মৌসুমের পর থেকেই ভালো ফর্মে আছে সে। আর নতুন করে শুরু (করোনা বিরতির পর) হওয়ার পর তো দুর্দান্ত খেলছে। সে রীতিমতো উড়ছিল। নরউইচ ম্যাচে চোট পাওয়াতেই এফএ কাপের সেমিফাইনাল খেলতে পারল না।’

গতকাল প্রথমার্ধেই ৩ গোল দিয়েছিল লিভারপুল। একপর্যায়ে তো ৪-১ গোলেই এগিয়ে গিয়েছিল চ্যাম্পিয়নরা। কিন্তু বদলি নামা পুলিসিচ ম্যাচে উত্তেজনা ফিরিয়ে এনেছিলেন। ব্যবধান কমিয়ে এনেছিলেন ৪-৩ এ। কোচের মুখে তাই পুলিসিচের স্তুতি, ‘সে আজ নেমে ৪০ মিনিট খেলেছে। চোটের পর আত্মবিশ্বাসী হওয়ার জন্য যা খুবই কার্যকর। আর ওর যে প্রতিভা আছে সেটা দেখিয়ে দিয়েছে। সে খুবই তরুণ। ওর প্রকৃতি প্রদত্ত ক্ষমতা আছে। সে গোল করে, অন্যকে দিয়ে গোল করায় এবং আমাদের জন্য অনেক বড় খেলোয়াড় সে। তাকে চোটমুক্ত দেখে ভালো লাগছে। আগামী কয়েক ম্যাচে আমাদের জন্য সে খুব গুরুত্বপূর্ণ হবে। ভবিষ্যতে তো বটেই।’