দ্বিতীয় ওয়ানডেতেও ফিফটি ক্যাম্ফারের

আরেকটি ফিফটির পথে কার্টিস ক্যাম্ফার। ছবি: এএফপি
আরেকটি ফিফটির পথে কার্টিস ক্যাম্ফার। ছবি: এএফপি

সাউদাম্পটনে দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ২১৩ রানের লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ড। সিরিজে টিকে থাকার লড়াইয়ে পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেটে ২১২ রান করেছে আইরিশরা। সর্বোচ্চ ৬৮ রান ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলা কার্টিস ক্যাম্ফারের।

প্রথম ওয়ানডেতে আইরিশরা ২৮ রানের প্রথম ৫ উইকেট খোয়ানোর পর উইকেটে এসেছিলেন ক্যাম্ফার। আয়ারল্যান্ড যখন ১৭২ রানে অলআউট হলো ওয়ানডে অভিষিক্ত ক্যাম্ফার অপরাজিত ৫৯ রানে। আন্দ্রে বোথা ও এউইন মরগানের পর মাত্র তৃতীয় আইরিশ হিসেবে ওয়ানডে অভিষেকে ফিফটি পেয়েছিলেন ২১ বছর বয়সী অলরাউন্ডার।
সেই ক্যাম্ফার আজ ‘প্রথম’ হয়ে গেলেন। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই ফিফটি পাওয়া প্রথম আইরিশ খেলোয়াড় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জন্ম নেওয়া ক্যাম্ফার।

ক্যাম্ফার আজ ব্যাটিংয়ে আসেন আয়ারল্যান্ড ৭৮ রানে ৫ উইকেট খোয়ানোর পর। দলের রানটা ৯১ হতেই ক্যাম্ফারকে রেখে আউট লোরকান টাকার। টাকারকে আউট করে পঞ্চম ইংলিশ বোলার হিসেবে ওয়ানডেতে ১৫০তম উইকেট পেয়ে যান আদিল রশিদ।

ক্যাম্ফার এরপর সিমি সিংকে নিয়ে সপ্তম উইকেটে ৬০ রান ও অষ্টম উইকেটে অ্যান্ডি ম্যাকব্রাইনকে নিয়ে ৫৬ রান যোগ করে দলের রানটাকে ২০০ ওপরে নিয়ে যান। ৪৯তম ওভারে পেসার সাকিব মেহমুদের বলে রশিদের হাতে ক্যাচ হওয়া ক্যাম্ফার করেছেন ৬৮। ৮৭ বলে ৮টি চারে এই রান করছেন তিনি।

৩৪ রানে ৩ উইকেট নিয়ে লেগ স্পিনার রশিদই ইংল্যান্ডের সেরা বোলার। পাকিস্তানি বংশোদ্ভূত রশিদের আগে ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ১৫০-এর বেশি উইকেট পেয়েছেন জেমস অ্যান্ডারসন (২৬৯), ড্যারেন গফ (২৩৪), স্টুয়ার্ট ব্রড (১৭৮) ও অ্যান্ড্রু ফ্লিনটফ (১৬৮)।