'মেসিকে শুধু স্বপ্নেই ঠেকানো সম্ভব'

>
মেসির সঙ্গে করমর্দন গাত্তুসোর। ফাইল ছবি
মেসির সঙ্গে করমর্দন গাত্তুসোর। ফাইল ছবি

বাস্তবে নয়, মেসিকে শুধু স্বপ্নেই ঠেকানো সম্ভব বলে জানিয়েছেন নাপোলি কোচ জেনারো গাত্তুসো।

ডান প্রান্ত থেকে বলটি নিয়ে ড্রিফ্ট করে কোনাকুনি বক্সের দিকে কিংবা কখনো মাঝমাঠে নেমে এসে সতীর্থর কাছ থেকে বল নিয়ে মিডল করিডোর দিয়ে বক্সে ঢোকার চেষ্টা করা। লিওনেল মেসির ট্রেডমার্ক মুভগুলোর কথা জানা আছে প্রতিপক্ষ সব ডিফেন্ডার ও কোচদেরই। তবুও কি থামানো যায় মেসিকে? উত্তরটা না বলেই এই ৩৩ বছর বয়সে এসেও প্রতিপক্ষ কোচদের সবচেয়ে বড় আতঙ্কের নাম মেসি। বাস্তবে নয়, বার্সেলোনার এই জাদুকরকে শুধু স্বপ্নে বা ভিডিও গেমেই থামানো সম্ভব বলে জানিয়েছেন নাপোলি কোচ জেনারো গাত্তুসো।

আগামী ৮ আগস্ট চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হবে ইতালির নাপোলি। এখন পর্যন্ত ম্যাচটি ন্যু ক্যাম্পে হবে বলেই সূচিতে আছে, যদি না করোনা পরিস্থিতির কারণে শেষ সময়ে কিছু বদলে না যায়। প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ার পর সব উত্তেজনা আটকে আগে দ্বিতীয় লেগে। গুরুত্বপূর্ণ এমন একটি ম্যাচের আগে নাপোলি কোচের পুরো ভাবনা জুড়ে মেসি। আর্জেন্টাইন এই ফুটবলারকে থামিয়ে দিতে পারলেই যেন বর্তে যান ২০০৬ বিশ্বকাপ জয়ী ইতালি দলের ডিফেন্ডার। কিন্তু সেই কাজটা যে কত কঠিন, তা জানেন বলেই বোধ হয় আগেভাগেই বলে দিলেন, মেসিকে মার্কিং করা সম্ভব নয়।

এমনিতেই ইতালিয়ান ডিফেন্ডারদের বাড়তি সুনাম বিশ্ব জুড়ে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে গাত্তুসোরও খ্যাতি ছিল ভালোই। এসি মিলানের খেলার সময় মেসির বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে তাঁর। এবার কোচ হিসেবে সামলানোর আগে তাঁর অভিজ্ঞতা দিয়ে বর্ণনা করেছেন মেসিকে, ‘মেসিকে শুধু স্বপ্নেই মার্ক করা সম্ভব। এ ছাড়া আমার ছেলের প্লেস্টেশনে নাপোলি-বার্সেলোনা ম্যাচ খেললে সেটা করা যেতে পারে। এসি মিলানের হয়ে খেলার সময় তাঁকে মার্ক করার চেষ্টা করেছিলাম, তখন আমার ওজন এখনকার চেয়ে ১০-১৫ কেজি কম ছিল।’

বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার আগে লিগের শেষটা মন্দ হয়নি নাপোলির। গতকাল রাতে ঘরের মাঠে চতুর্থ হওয়া লাৎসিওকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে থেকে লিগ শেষ করেছে তারা। সিরি আ-র পর্ব শেষ, এবার সব মনযোগ চ্যাম্পিয়নস লিগে বার্সা ম্যাচের দিকে। লাৎসিওর বিপক্ষে যে কৌশলে খেলেছে, সে একই কৌশল সেতিয়েনের দলের বিপক্ষে ব্যবহার করা হবে কি না? এমন প্রশ্নে গাত্তুসো বার্সেলোনার শক্তির কথাটি তুলে ধরেছেন, ‘দুইটি ভিন্ন দল দুইটি ভিন্ন চরিত্রে খেলে। লাৎসিও শারীরিক ও কৌশল ভিত্তিক ফুটবল খেলে আর বার্সেলোনা পুরোপুরি দক্ষতা দিয়ে খেলে। মনে হয় খেলাটি ভিন্ন ধরনের হবে। আমাদের অনেক পরিশ্রম করতে হবে। আমাদের চিন্তামুক্ত থাকতে হবে, যেন আমরা আমাদের সেরা খেলাটি খেলতে পারি।’