এমন সুযোগ আর পাবে না সিটি, মনে করেন রুনি

>
ওয়েইন রুনি। ফাইল ছবি
ওয়েইন রুনি। ফাইল ছবি

ম্যানচেস্টার সিটির এবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের ভালো সম্ভাবনা দেখছেন সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার ওয়েইন রুনি।

‘ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়নস লিগ জয়ের জন্য এবারের চেয়ে ভালো সুযোগ হয়তো আর পাবে না!’ —কথাটা ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা স্ট্রাইকার ওয়েইন রুনির। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর খেলা চলছে। শিরোপা জয়ের পথে অনেক পথ বাকি থাকলেও এবার সিটির শিরোপা জয়ের ভালো সম্ভাবনা দেখছেন রুনি।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে তাদের মাঠেই ২-১ গোলে হারিয়েছে ম্যান সিটি। প্রতিপক্ষের মাঠে গিয়ে বর্তমান লা লিগা চ্যাম্পিয়নদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে পেপ গার্দিওলার দল—অনেকেই এমন ভাবছেন। ৮ আগস্ট ঘরের মাঠ ইতিহাদে দ্বিতীয় লেগের ম্যাচে ড্র করলেই ইংলিশ ক্লাবটি শেষ আটে চলে যাবে। আর রিয়ালের সামনে দুই গোলের ব্যবধানে জয়ের কোনো বিকল্প নেই। মরার ওপর খাঁড়ার ঘা নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে মাঠে নামতে পারবেন না রিয়াল অধিনায়ক সিও রামোস।

জিদানের দলে রামোসের ভূমিকা কত বড়, তা করোনা পরবর্তী ম্যাচগুলোর পরিসংখ্যানের দিকে তাকালেই স্পষ্ট। গোল ঠেকিয়ে গোল করাতেও সিদ্ধহস্ত হয়ে উঠেছেন এই সেন্টারব্যাক। তাই রামোসের না থাকা ও প্রথম পর্বের ম্যাচের ফলের বিবেচনায় ম্যানসিটিকে অনেক এগিয়ে রাখছেন রুনি, ‘ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়নস লিগ জয়ের জন্য এবারের চেয়ে ভালো সুযোগ হয়তো আর পাবে না। সার্জিও রামোস সাময়িক বরখাস্ত, যা রিয়ালের রক্ষণভাগের জন্য বিশাল ক্ষতি এবং আমি মনে করি সিটি গোল করতে পারবে। আমার একমাত্র প্রশ্ন শুধু, তাদের নিজেদের রক্ষণভাগ শক্তিশালী কম না!’

রিয়ালের রামোস নেই আর ম্যান সিটির নেই স্ট্রাইকার সার্জিও আগুয়েরা। তবে ম্যান সিটির ফরোয়ার্ড লাইন নিয়ে নয়, রক্ষণভাগ নিয়ে সন্দিহান ইংল্যান্ডের সাবেক অধিনায়ক, ‘তাদের সেন্টার ব্যাকদের লক্ষ্য বানাবে রিয়াল। এই মৌসুমে বড় ছয়টি দলের কাছেই তারা হেরেছে। এতে মনে হচ্ছে, গার্দিওলার দলকে এই জায়গায় ধুঁকতে হতে পারে।’

রিয়ালের শক্তির জায়গা কোচ হিসেবে জিনেদিন জিদানের ফিরে আসা। জিদানের অধীনে শেষ দশটি ম্যাচ অপরাজিত থেকে লা লিগা জিতেছে রিয়াল মাদ্রিদ। ফ্রান্সের এই কোচের অধীনে অতীতে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের পারফরম্যান্সও ভুলে যাননি রুনি। তবুও ম্যানসিটিকেই এগিয়ে রাখছেন তিনি, ‘রিয়ালের কোচ হিসেবে প্রথম দফায় বড় ম্যাচে পেপ গার্দিওলার মতো কৌশলে খেলা দলগুলোর বিপক্ষে জিদানকে সাফল্য পেতে দেখেছি। তবুও আমি সিটির পক্ষে বাজি ধরব। কারণ তাদের ম্যাচে জেতার জন্য অস্থির হয়ে যেতে হবে না। তাদের গোল করতে হবে না। এমনকি তারা ১-০ গোলে হেরেও যেতে পারবে। প্রথম পর্বে তারা নিজেদের মতো করে মাদ্রিদকে চমকে দিয়েছিল।’