দাড়িটা দারুণ, কিন্তু ডিফেন্ডার হিসেবে পিকে সাধারণ

শাকিরা ও বার্সেলোনার হয়ে খেলাই নাকি পিকেকে বিখ্যাত করেছে! এমন দাবি সাবেক রিয়াল মাদ্রিদের ডিফেন্ডারের। ছবি: টুইটার
শাকিরা ও বার্সেলোনার হয়ে খেলাই নাকি পিকেকে বিখ্যাত করেছে! এমন দাবি সাবেক রিয়াল মাদ্রিদের ডিফেন্ডারের। ছবি: টুইটার

ডিফেন্ডার হিসেবে জেরার্ড পিকে কেমন, সেটা তাঁর ক্যাবিনেটে থাকা ট্রফির সংখ্যাই বলে দেয়। বার্সেলোনার মতো ক্লাবে এক যুগের বেশি সময় ধরে খেলতে হলে বিশ্বসেরাদের একজন না হয়ে উপায় নেই। ক্লাবের হয়ে ২৯টি শিরোপা জিতেছেন, জাতীয় দলে জিতেছেন ইউরো ও বিশ্বকাপ। গত এক দশক ধরেই বার্সেলোনার রক্ষণ ভরসা পিকে। কিন্তু বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ডিফেন্ডার অস্কার রুগেরির চোখে ডিফেন্ডার পিকে নাকি খুবই সাধারণ মানের।

পিকের প্রতিভা নিয়ে কখনোই প্রশ্ন ছিল না। এ কারণেই স্যার অ্যালেক্স ফার্গুসনের জহুরি চোখে তাঁকে কৈশোরেই টেনে নিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডে। চার বছর ইংল্যান্ডে কাটিয়ে ফিরেই অংশ হয়েছেন বার্সেলোনার ইতিহাস সেরা দলের। সে দলের সর্বশেষ সদস্যদের একজন হয়ে এখনো ক্লাবটিকে টেনে নিচ্ছেন মেসি-বুসকেটসদের নিয়ে। কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে এক মৌসুম খেলা ডিফেন্ডার রুগেরির চোখে পিকে মোটেও ভালো ডিফেন্ডার নন। ফক্স স্পোর্টস আর্জেন্টিনাকে বলেছেন, ‘পিকে দ্বিতীয় সারির খেলোয়াড়, আমার মতোই। বাকি অনেকের মতোই। ওর চেহারা ভালো। সে ওই গায়িকার (শাকিরা) সঙ্গে সংসার করছে, ওর দাড়িটা দারুণ কিন্তু সে ভ্যালেন্সিয়ার হয়ে খেললে কেউ ওকে এভাবে চিনত না।’

রুগেরির দাবি, বার্সেলোনার হয়ে খেলাটাই ভাগ্য খুলে দিয়েছে পিকের। তাই স্পেনের ডিফেন্ডার হিসেবে রামোসের সঙ্গে পিকের তুলনা টানার কোনো মানেই খুঁজে পান না আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সাক্ষী, ‘পিকে বার্সেলোনার হয়ে খেলতে পেরেছে। সে আমার মতোই—অতি সাধারণ। ভালো ডিফেন্ডার কিন্তু এর বেশি কিছু না। বড় দল ছাড়া ওকে কখনোই চাপের মধ্যে খেলতে হয় না। আর যে কোনো বিচারে সার্জিও রামোস বিশ্বের সেরা সেন্টারব্যাক।’

রামোসের চেয়ে এখন পর্যন্ত শিরোপা জেতায় এগিয়ে থাকা পিকে এমন মন্তব্যের জবাব কীভাবে দেন, সেটা দেখার আগ্রহ থাকছেই।