করোনায় আইসিসির ভিডিও দেখার ধুম

গত অনূধ্র্-১৯ বিশ্বকাপের ফাইনাল আইসিসির ফেসবুক পেজে দেখতে ভিড় জমিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। ছবি: টুইটার
গত অনূধ্র্-১৯ বিশ্বকাপের ফাইনাল আইসিসির ফেসবুক পেজে দেখতে ভিড় জমিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। ছবি: টুইটার

বছরের শুরুতে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার পর পাল্টে গেছে জীবনযাত্রা। এ বছর বেশিরভাগ সময় জীবন ছিল ঘরমুখী। সংক্রমণ থেকে বাঁচতে ঘরে বসে খেলার পুরোনো ভিডিও দেখে সময় কাটিয়েছেন ক্রীড়াপ্রেমীরা। তাতে অন্যরকম এক 'জয়' পেল আইসিসি।

ফেসবুকের প্রচলন বেশি হওয়ায় খেলার ভিডিও এই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখার হার বেশি। আইসিসির ভিডিও সেখানে শীর্ষে। ফেসবুকেরই বিশ্লেষক অ্যাপ 'ক্রাউড ট্যাঙ্গল'-এর জরিপে জানা গেছে, খেলাধুলা নিয়ে সব সংস্থাগুলোর মধ্যে ফেসবুকে আইসিসির ভিডিও এ বছর সবচেয়ে বেশি দেখা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক এ সংস্থা।
আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, আকর্ষণীয় 'কনটেন্ট' এর মাধ্যমে ভক্তদের এক জায়গায় নিয়ে আসা যে ক্রিকেটের শক্তির আরেকটি নমুনা তার প্রমাণ ক্রাউড ট্যাঙ্গল-এর বিশ্লেষণ। কোভিড-১৯ মহামারির এ সময়ে বিশ্বের অন্যান্য ক্রীড়া সংস্থার তুলনায় আইসিসির ফেসবুক পেজে আনাগোনা বেড়েছ দ্বিগুণেরও বেশি।
২০২০ সালের অর্ধেক সময় মানে প্রথম ছয় মাস পর্যন্ত আইসিসির ফেসবুক পেজে ভিডিও দেখা হয়েছে এক শ ৬৫ কোটিবার! এতেই ফেসবুকে ভিডিও দেখার সংখ্যায় অন্যান্য ক্রীড়াসংস্থাগুলোকে টপকে যায় আইসিসি। এপ্রিল থেকে জুনে লকডাউনের সময়ে অন্যান্য লিগ ও ক্রীড়াসংস্থাগুলোর পেজের তুলনায় সেখানে ক্রীড়াপ্রেমীদের আনাগোনা আড়াইগুণ বেশি ছিল।

গত ১২ মাসের হিসেব কষলেও আইসিসির ফেসবুক পেজকে কোনো সংস্থা টেক্কা দিতে পারেনি। আর এ সময় একদিনে সর্বাধিকসংখ্যক 'ভিউ' জরিপে রয়েছে বাংলাদেশের অবদান। অনূধ্র্-১৯ বিশ্বকাপ ফাইনালে এ বছর ৯ ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হয়ে ৩ উইকেটে জিতেছিল বাংলাদেশের যুবারা।

সেদিন ওই ম্যাচটির জন্যই আইসিসির ফেসবুক পেজে জমায়েত হয়েছিলেন ৪৪ লাখ দর্শক।
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত এ টুর্নামেন্ট আইসিসির ফেসবুক পেজে দেখা হয়েছে ৭৪ কোটি ৭০ লাখ বার। ২০১৮ সালের টুর্নামেন্টের তুলনায় এবারে দেখার হার বেড়েছে ৭০০ শতাংশ। মেয়েদের টুর্নামেন্টের ইতিহাসে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসির অতীতের সব রেকর্ড ভেঙেছে। আইসিসির সব ডিজিটাল চ্যানেল মিলিয়ে এর 'ভিউ'সংখ্যা ১১০ কোটি। গত বছর ছেলেদের ওয়ানডে বিশ্বকাপের (৪৬০কোটি) পর এটাই দ্বিতীয় সর্বোচ্চ ভিউ এনে দেওয়া টুর্নামেন্ট।