হারের দায় নিজের ঘাড়ে নিলেন ভারান

কাল ভয়ংকর দুই ভুল করেছেন ভারান। ছবি: এএফপি
কাল ভয়ংকর দুই ভুল করেছেন ভারান। ছবি: এএফপি

জিনেদিন জিদান কাল রিয়ালের ডাগ আউটে অজানা এক স্বাদ পেলেন। এই প্রথম কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগের নকআউটের দুই লেগ মিলিয়ে হারলেন জিদান। সে সুবাদে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ না জিতেই ফিরতে হলো তাঁকে। এর দায় পুরোটাই নিজের কাঁধে নিয়েছেন রাফায়েল ভারান।

ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথম লেগের মতো কালও ২-১ ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। গতকাল সিটি যেভাবে খেলেছিল তাতে ব্যবধান আরও অনেক বেশি হতে পারত। কিন্তু গোলরক্ষক থিবো কোর্তোয়ার পারফরম্যান্স ও সিটির রাহিম স্টার্লিং-গ্যাব্রিয়েল জেসুসদের ব্যর্থতা সেটা হতে দেয়নি। কিন্তু কোর্তোয়ার সব নায়কোচিত সেভকে মূল্যহীন বানিয়ে দিয়েছে ভারানের ভুল।

ম্যাচের ৯ মিনিটেই অযথা বলের দখল নিয়ে সময় নষ্ট করতে গিয়ে জেসুসের পায়ে বল তুলে দিয়েছিলেন। সেখান থেকে খালি বারে গোল দিয়েছেন স্টার্লিং। আর ৬৮ মিনিটে রিয়ালের ম্যাচে ফেরার সম্ভাবনা ধ্বংস করে দিয়ে আবারও বল প্রতিপক্ষের পায়ে ফেলেছেন ভারান। আগুয়ান কোর্তোয়ার পক্ষে কোনো সম্ভাবনাই ছিল না জেসুসের শট আটকানোর। ফলে পুরো দলের পারফরম্যান্সই বাজে হলেও, সাদা চোখে এ হারের দায়টা ভারানের।

ম্যাচের শেষে নিজের দায় লুকানোর চেষ্টা করেননি এই ডিফেন্ডার, 'আজ আমি লুকিয়ে থাকতে চাই না। এই হার আমার ভুলে হয়েছে, সব আমার দোষ। আমাকে এটা স্বীকার করতেই হবে। আমার সতীর্থদের জন্য খারাপ লাগছে। ওরা যা করেছে তারপরও হারতে হলো ওদের, দায়টা আমার।'

২৭ বছর বয়সেই সম্ভাব্য সব ধরনের ট্রফি জেতা ভারানের জন্য কাল ম্যাচটা ছিল নিজের নেতৃত্ব গুনের পরিচয় দেওয়ার সুযোগ। সার্জিও রামোসের অনুপস্থিতিতে রক্ষণ নিখুঁত রাখার দায়িত্ব ছিল তাঁর। এদের মিলিতাওকে নিয়ে ভয় থাকলেও, অঘটন সব মাঠের ডান প্রান্তেই হয়েছে। মাঠে না পারলেও মাঠের বাইরে নেতৃত্বের পরিচয় দেওয়ার চেষ্টা করলেন ভারান। প্রথমে বলতে শুরু করেছিলেন, 'আমরা ভুল করেছি…' কিন্তু নিজেই শুধরে নিয়ে বললেন, 'আমি ভুল করেছি এবং পুরো দল বাদ পড়েছে। সতীর্থদের জন্য দুঃখিত। আমি এ ব্যাপারে দুঃখিত। আমার ক্যারিয়ারে এমনটা খুব বেশি হয়নি। আমরা ভালো খেলেছি, ম্যাচের জন্য ভালোই প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু এ পর্যায়ের ফুটবলে এমন ভুলের অনেক চড়া মূল্য দিতে হয়।'

ভারানের দুই ভুলের মাঝে ২৮ মিনিটে করিম বেনজেমার গোল রিয়ালকে ম্যাচে ফিরিয়েছিল। প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুযোগও পেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত শ্রেয়তর দল হিসেবেই জিতেছে সিটি। জিদান তাই ভারানের ভুল নিয়ে পড়ে থাকতে চান না, 'আমরা ভারানকে বলব মাথা উঁচু রাখতে। এই মৌসুমে আমরা যা (লা লিগা) অর্জন করেছি সেটা দুর্দান্ত অর্জন। আমি আমার খেলোয়াড়দের সেটা নিয়েই ভাবতে বলব। আমরা শেষটা ভালো করিনি কিন্তু মৌসুমটা ভালো ছিল। যা করেছি তাতেই সন্তুষ্ট থাকতে হবে।'