বার্সেলোনায় 'এভারেস্ট জয়' করতে যাচ্ছে নাপোলি

বার্সেলোনার বিপক্ষে প্রায় অসম্ভবের স্বপ্ন দেখছে নাপোলি। ছবি: রয়টার্স
বার্সেলোনার বিপক্ষে প্রায় অসম্ভবের স্বপ্ন দেখছে নাপোলি। ছবি: রয়টার্স
>আজ বাংলাদেশ সময় রাত ১টায় ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে বার্সেলোনা ও নাপোলি। আজ গোলশূন্য ড্র কিংবা ন্যূনতম ব্যবধানে জয় পেলেই চলবে বার্সেলোনার

ইতিহাস গড়ার অপেক্ষায় নাপোলি। ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ তাদের সামনে। কিন্তু ইতিহাস গড়তে হলে করতে হবে প্রায় অসম্ভব এক কাজ। বার্সেলোনার ঘরের মাঠেই বার্সাকে বিদায় করে দিতে হবে চ্যাম্পিয়নস লিগ থেকে। নাপোলি কোচ জেনারো গাত্তুসোর কাছে কাজটা এভারেস্ট জয় করার সমান।

নাপোলির কাজটা কঠিন, সন্দেহ নেই। প্রথম লেগে ঘরের মাঠে বার্সেলোনাকে হারাতে পারেনি দলটি। বার্সেলোনাও পেয়েছে মূল্যবান একটি অ্যাওয়ে গোল। এখন হিসেব–নিকেশ ছাড়া কোয়ার্টার ফাইনালে যেতে চাইলে বার্সেলোনাকে হারাতেই হবে তাদের। কাজটা কতটা কঠিন, সেটা পরিসংখ্যানই বলে দেয়। ইউরোপে ঘরের মাঠের সর্বশেষ ৩৫ ম্যাচে হারেনি বার্সেলোনা।

ঘরের মাঠে বার্সেলোনার সর্বশেষ হার বায়ার্ন মিউনিখের কাছে। ২০১৩ সালের সে ম্যাচের পর চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে ৩১টি জয় পেয়েছে দলটি। গাত্তুসোও জানেন সেটা, ‘ওরা জিতে অভ্যস্ত, আর আমি জানি যারা জিতে অভ্যস্ত তারা সব সময় জিততে চায়। আগামীকাল(আজ) আমাদের এভারেস্টে উঠতে হবে।’

লা লিগা জিততে পারেনি বার্সেলোনা। দলের খেলাও সমর্থকদের পছন্দ হচ্ছে না। এমন অবস্থাতে নাপোলির সুযোগ দেখছেন অনেকেই। কিন্তু গাত্তুসো সাবধানী ভঙ্গিতে এগোচ্ছেন, ‘গত কয়েক মাসে অনেক রসিকতা শুনেছি, “বার্সেলোনা ছন্দে নেই”, কিন্তু ওদের খেলা দেখলেই বুঝবেন ওদের কিছু খেলোয়াড় দারুণ আলো ছড়াচ্ছে।’

আজ রাতে বার্সেলোনাকে না হারিয়েও কোয়ার্টার ফাইনালে যাওয়া সম্ভব নাপোলির পক্ষে। সে ক্ষেত্রে একের অধিক গোলে ড্র (২-২, ৩-৩) করতে হবে খেলা। কিন্তু চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার মাঠে প্রতিপক্ষের একাধিক গোল করার রেকর্ডটির বয়সও ৭ বছর পুরোনো। ২০১৩ সালে সেমিফাইনালে বায়ার্নের কাছে ৩ গোল খাওয়ার আগে সে মৌসুমেই গ্রুপে স্পার্তাক মস্কোর কাছে ২ গোল খেয়েছিল বার্সা।

তবে নাপোলির আশা বাড়াতে পারে করোনা বিরতির পর বার্সেলোনার ফর্ম। জুনের শেষ থেকে জুলাইয়ের মাঝপথে মাত্র আড়াই সপ্তাহের মাঝে নিজেদের মাঠে ২ গোল খেয়েছে বার্সেলোনা। অ্যাটলেটিকোর সঙ্গে ২-২ গোলে ড্রয়ের পর ওসাসুনার কাছে ২-১ ব্যবধানে হেরেই গিয়েছিলেন মেসিরা। আজ নিজের দলের কাছে সে ধরনেরই কিছু আশা করছেন গাত্তুসো, ‘আমরা জানি সামনে কত কঠিন ম্যাচ। আমরা জানি কোন ধরনের দল আমাদের সামনে এবং আমরা জানি ট্যাকটিক ও টেকনিকে আমরা দারুণ পারফরম্যান্স দেখাব। যদিও হয়তো সেটাও যথেষ্ট হবে না। আমরা জানি দারুণ সব বিজয়ীদের মুখোমুখি হচ্ছি। ভালো ফল পেতে চাইলে দারুণ এক ম্যাচ খেলতে হবে।’