এত কিছুর পরও রোনালদো থাকবেন, জুভেন্টাসের আশা

গত রাতে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছেন রোনালদো। ছবি : এএফপি
গত রাতে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছেন রোনালদো। ছবি : এএফপি

পর্তুগিজ তারকাকে নিয়ে প্রশ্নটা উঠেছে ফ্রান্স ফুটবল সাময়িকীর একটি প্রতিবেদনের পর। ক্রিস্টিয়ানো রোনালদোর পরবর্তী গন্তব্য ঠিক হয়ে গেছে বলেই কয়েক দিন আগে খবর ছেপেছিল তারা। সেটা কোথায়? ফ্রান্স ফুটবলের প্রতিবেদন বলছে পিএসজি। আসছে মৌসুমেই নাকি নেইমার-এমবাপ্পেদের সতীর্থ হতে পারেন রোনালদো।

গত রাতে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড থেকে জুভেন্টাসের বিদায় সে গুঞ্জনের আগুনকে উসকে দিয়েছে আরও। লিওঁর বিপক্ষে ২-১ গোলে হেরেছে 'তুরিনের বুড়ি'রা। জোড়া গোল করেও দলকে টেনে তুলতে পারেননি রোনালদো। লিওঁর এক অ্যাওয়ে গোলেই ভাগ্য নির্ধারিত হয়ে গেছে ইতালিয়ান চ্যাম্পিয়নদের। তবে এত কিছুর পরেও জুভেন্টাসের সভাপতি আন্দ্রেয়া আগনেল্লি আশাবাদী, পরের মৌসুমেও রোনালদো জুভেন্টাসে থাকবেন।

স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'ও আমাদের সঙ্গেই থাকবে। আমি নিশ্চিত, পরের মৌসুমেও রোনালদো জুভেন্টাসের হয়ে খেলবে। ও এই দলের স্তম্ভ।'

রোনালদো অবশ্য অনেকবারই বলেছেন, জুভেন্টাসে সুখেই আছেন। লিগ শিরোপা জয়ের উৎসবে সতীর্থদের সঙ্গে বেশ হাসিখুশিও ছিলেন। কয়েক দিন আগে ইনস্টাগ্রামের এক পোস্টে জুভেন্টাসের হয়ে আগামী মৌসুমে খেলার আশা ব্যক্ত করেছিলেন রোনালদো। লিখেছিলেন, 'জুভেন্টাসের টানা নবম লিগ শিরোপা ও আমার টানা দ্বিতীয় শিরোপা জিতে আমি অনেক খুশি। মনে হয় এটা জেতা অনেক সহজ, কিন্তু সেটা নয়। টানা জেতার জন্য বছরের পর বছর প্রতিভার পরিচর্যা করতে হয়। অধ্যবসায় ও পরিশ্রমের দরকার হয়, যা আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করে। আমার তৃতীয় লিগ জেতার জন্য এবার চেষ্টা করা যাক!'

তবে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়াত পরও রোনালদোর মনোভাব ঠিক এমনটাই আছে কি না, সে সম্পর্কে জানা যায়নি যদিও। চ্যাম্পিয়নস লিগ শিরোপা দৌড়ে নিজেকে উজাড় করে দেবেন বলে ঘোষণা দিয়েছিলেন। নিজেকে উজাড় করেছেন জোড়া গোল করে, এরপরেও দল বাদ পড়েছে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম লেগে জুভেন্টাস হেরেছিল অলিম্পিক লিওঁর কাছে, ১-০ গোলে। কালকে জিতেছে ২-১ গোলে। কিন্তু অ্যাওয়ে গোলের গোলে গ্যাঁড়াকলে পড়ে বিদায় নিয়েছে।

পিএসজির সঙ্গে রোনালদোকে জড়িয়ে বাজারে ছড়িয়ে পড়া গুঞ্জনকে মিডিয়ার কারসাজি মনে হচ্ছে আগনেল্লির কাছে, 'আমার মনে হয় রিপোর্টটা করা হয়েছিল কয়েক মাস আগের এক সাক্ষাৎকারকে ঘিরে। তখন এই খবর ছাপানো হয়নি। ছাপানো হয়েছে তখনই, যখন জুভেন্টাস এক ফরাসি দলের বিপক্ষে লড়ছে। এসব কৌশলগুলো অনেক পুরোনো। (বিক্রিবাট্টা বাড়ানোর জন্য) মিডিয়ার কৌশল এসব।'