মুমিনুলের চোখ টেস্ট ক্রিকেটে

অনুশীলনে মুমিনুল হক। ছবি : প্রথম আলো
অনুশীলনে মুমিনুল হক। ছবি : প্রথম আলো
>ক্রিকেটারের একক অনুশীলনের দ্বিতীয় পর্বে যোগ দিয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

প্রায় পাঁচ মাস পর আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। করোনার অপ্রত্যাশিত অবসরের পর ফিরে চেনা মাঠটাকেও নাকি মুমিনুলের বেশ অচেনা লাগছিল। তাঁর ভাষায়, 'সব কিছু নতুন নতুন লাগছে।' মাঠে দৌড়ানো, ইনডোরে কিছুক্ষণ ব্যাটিং—সব কিছুতেই কিছুটা আড়ষ্টতা কাজ করছিল এই বাঁহাতি ব্যাটসম্যানের।

তবে মুমিনুলের বিশ্বাস, স্বাভাবিক হতে বেশি সময় লাগবে না। ব্যক্তিগত অনুশীলন পর্বের পর হয়তো দলগত অনুশীলন হবে, এরপর টেস্ট ক্রিকেটের প্রস্তুতি। মুমিনুলের চোখ এখন শুধুই সামনের দিকে।

আজ অনুশীলন শেষে এক ভিডিও বার্তায় তিনি বলছিলেন, 'বিশ্বের অন্যান্য দেশগুলোতে ক্রিকেটে ফিরছে... ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ। দেখে অবশ্যই খারাপ লাগে, খেলাটা মিস করি। আমরাও আস্তে আস্তে ফেরার চেষ্টা করছি। দেখি, সামনে হয়তো আমাদের টেস্ট ম্যাচ আছে। আমরা খুব ভালো প্রস্তুতি নিব ইন শা আল্লাহ।'

এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সেপ্টেম্বরের শেষ দিকে শ্রীলঙ্কার বিমান ধরার কথা বাংলাদেশ দলের। গত জুলাই মাসের শ্রীলঙ্কা সফরটি হতে পারে সেপ্টেম্বরে। দ্বীপরাষ্ট্রে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা মুমিনুলের দলের। তিনটিই টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ।

শ্রীলঙ্কার করোনা পরিস্থিতি অপেক্ষাকৃত ভালো থাকায় লঙ্কানরা এর মধ্যেই এক দফা অনুশীলন ক্যাম্প সেরে ফেলেছে। এখন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগ শুরুর অপেক্ষায় তারা। বাংলাদেশ সিরিজের আগে প্রস্তুতিটা খারাপ হওয়ার কথা নয় করুনারত্নের দলের।

এদিকে বাংলাদেশের ক্রিকেটাররা আজ দ্বিতীয় দফা একক অনুশীলন শুরু করলেন। মিরপুর সহ দেশের মোট ৫ ভেন্যুতে ২৭ জন ক্রিকেটার অনুশীলনে করছেন। টেস্ট অধিনায়ক আশাবাদী, বাংলাদেশের প্রস্তুতিও ভালোই হবে, 'আমার মনে হয় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে আমরা পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পাব। অনুশীলন, প্রস্তুতি ম্যাচ মিলিয়ে ভালো একটা প্রস্তুতি হবে আশা করি।'