করোনা কেড়ে নিল আরেকটি সিরিজ

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না জিম্বাবুয়ে দলের। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট টুইটার
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না জিম্বাবুয়ে দলের। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট টুইটার

এ মাসের শেষ দিকে হারারেতে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল জিম্বাবুয়ের। কিন্তু জিম্বাবুয়েতে সাম্প্রতিক সময়ে করোনা মহামারি প্রকট আকার ধারণ করায় সিরিজটি বাতিল করা হয়েছে।

সংক্রমণ প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েই সিরিজটি আয়োজন করতে চেয়েছিল জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। এ জন্য দেশের সরকারের সাহায্য কামনা করেছিল তারা। কিন্তু দেশটির ক্রীড়া ও বিনোদন কমিশন পরামর্শ দিয়েছে, সফরকারী কোনো দলকে এ মুহূর্তে আতিথ্য দিতে প্রস্তুত নয় জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে ক্রিকেটের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি এক বিবৃতিতে বলেন, ‘আমরা ক্রিকেটের নিরাপদ ও দ্রুত ফেরার অপেক্ষায় ছিলাম। কিন্তু স্বাস্থ্যঝুঁকির কথা ভেবে সরকার ঠিক কাজটাই করেছে। প্রস্তাবিত সফরটি বাতিলের সিদ্ধান্ত বাস্তবসম্মত এবং খেলোয়াড়,ম্যাচ অফিশিয়াল, দর্শক থেকে সমাজের ভালোর কথা ভেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আগস্টেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাওয়ার কথা ছিল ভারতের। করোনা মহামারিতে সে সিরিজ বাতিল হয়েছে আগেই। এ ছাড়াও জিম্বাবুয়ে দলের অস্ট্রেলিয়া সফরও মুলতবি করা হয়েছে।