৪ মাস ২১ দিন পর মাহমুদউল্লাহ...

লম্বা বিরতিতে ব্যাটিংয়ে ফিরে খুশি মাহমুদউল্লাহ। ছবি: প্রথম আলো
লম্বা বিরতিতে ব্যাটিংয়ে ফিরে খুশি মাহমুদউল্লাহ। ছবি: প্রথম আলো

সকালে ইনডোরের নেটে যাওয়ার আগে এক পা উঁচু করে ব্যাট দিয়ে অদ্ভুত এক নৃত্যভঙ্গিমায় কী যেন দেখালেন মাহমুদউল্লাহ। করোনাবিরতি কাটিয়ে অনুশীলনে ফিরে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক যে দারুণ খুশি, ছবিটাই বলে দিচ্ছে। ‘শফিউলের সঙ্গে মজা করছিলাম’—নৃত্যভঙ্গিমার কারণটা বলতে গিয়ে হাসলেন মাহমুদউল্লাহ।

মুখে হাসি তো থাকবেই, লম্বা সময় পর যে ব্যাটিংয়ে ফিরলেন! কত দিন পর ফিরলেন, সেটি যেন আঙ্গুল গুনে বলছিলেন মাহমুদউল্লাহ, ‘৪ মাস ২১ দিন পর ব্যাটিং করলাম আজ, খুবই ভালো লাগছে।’ সেই ভালো লাগার মাত্রা কতটা, বোঝা গেল তাঁর এ কথায়, ‘দীর্ঘ সময় ব্যাটিং করতে পারছিলাম না বলে হতাশা পেয়ে বসেছিল। ব্যাটিং আমার কাছে খুবই মজার আর খুব কাছের বিষয়। সেই ব্যাটিং শুরু করতে পেরে এখন অনেক ভালো লাগছে।’
লম্বা বিরতিতে ব্যাটিংয়ে ফিরে মানিয়ে নিতে সব ব্যাটসম্যানেরই কমবেশি সমস্যা হয়। মাহমুদউল্লাহরও হয়েছে। সেটির সঙ্গে মানিয়ে নিতে অবশ্য তাঁর খুব বেশি সময় লাগেনি, ‘প্রথম কয়েকটা বল মানিয়ে নিতে কষ্ট হচ্ছিল। অনেক দিন পরে নেটে গেছি তো, এ কারণে হয়তো। পরে ঠিক হয়ে গেছে।’
মাহমুদউল্লাহ আজ ব্যাটিং শুরু করলেও ব্যক্তিগত অনুশীলন তিনি শুরু করেছেন গত বুধবার। বৃহস্পতিবারও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন। শুক্রবার বিরতি দিয়ে আজ আবার শুরু করেছেন অনুশীলন। দীর্ঘ বিরতিতে মাঠে এসে চেনা জায়গাটা অচেনাই লাগছিল মাহমুদউল্লাহর, ‘আজ আনুষ্ঠানিকভাবে শুরু করলেও ৫ ও ৬ তারিখে রানিং করেছি। প্রথম দিন যেদিন মাঠে গেলাম, মনে হলো কত দিন পর এলাম! চেনা জায়গাটা অচেনা-অচেনা মনে হচ্ছিল। গ্যালারি ঘুরে ঘুরে দেখছিলাম। উইকেটের কাছে গেলাম। স্টেডিয়ামকে অনুভব করার চেষ্টা করছিলাম। ওই দুদিন রানিং করেছিলাম। আজ ব্যাটিং শুরু করলাম।’

নেটে যাওয়ার আগে শফিউলের সঙ্গে একটু মজা করলেন মাহমুদউল্লাহ: ছবি: বিসিবি
নেটে যাওয়ার আগে শফিউলের সঙ্গে একটু মজা করলেন মাহমুদউল্লাহ: ছবি: বিসিবি

ঘরবন্দী থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছিলেন ক্রিকেটাররা। বড় একঘেঁয়ে লাগছিল জীবনটা। অবশেষে মাঠে আসার সুযোগ হয়েছে। জল ছাড়া মাছের জীবন যেমন অসম্পূর্ণ, ব্যাট-বল ছাড়া ক্রিকেটারদের জীবনও যেন তেমন! অবশেষে ব্যাটে-বলে ফিরতে পেরে মাহমুদউল্লাহ একটা ধন্যবাদ দিচ্ছেন বিসিবিকে, ‘এখন আশা করি সবার ভালো সময় যাচ্ছে। বিসিবিকে ধন্যবাদ, এ করোনার সময়ে আমাদের এ ধরনের সুযোগ করে দিয়েছে । ক্রিকেটাররা ঘরে বসে থাকতে থাকতে বেশ হতাশ হয়ে গিয়েছিল। এ দিক দিয়ে এটা অবশ্যই তৃপ্তিদায়ক।’