পাগলের মতো হেসেছেন পিরলো

জুভেন্টাসের নতুন কোচ আন্দ্রেয়া পিরলো। ফাইল ছবি
জুভেন্টাসের নতুন কোচ আন্দ্রেয়া পিরলো। ফাইল ছবি
তিন দিনের মধ্যেই জুভেন্টাসের অনূর্ধ্ব-২৩ দল থেকে মূল দলের কোচ হওয়াটা যেন এখনো বিশ্বাস করতে পারছেন না আন্দ্রেয়া পিরলো

আন্দ্রেয়া পিরলো নাকি পাগলের মতো হাসছেন! আজ এই খবরটা দিলেন পিরলোর সাবেক ক্লাব এসি মিলানের সাবেক প্রধান নির্বাহী আদ্রিয়ান গালিয়ানি। গতকাল জুভেন্টাসের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ইতালির বিশ্বকাপজয়ী মিডফিল্ডার পিরলো। তাঁকে অভিনন্দন জানাতেই ফোন করেছিলেন গালিয়ানি। ফোন ধরেই নাকি মিনিটখানেক শুধু হেসেছেনই পিরলো।

কী নাটকীয়ভাবেই না জুভেন্টাসের কোচ হয়ে গেলেন, তাঁর তো হাসারই কথা। গত সপ্তাহেই ইতালিয়ান চ্যাম্পিয়নদের অনূর্ধ্ব-২৩ দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ৪১ বছর বয়সী সাবেক এই ফুটবলার। এর তিন দিন পরেই কিনা পরশু জুভেন্টাসের মূল দলে মরিসিও সারির উত্তরসূরি হয়ে গেলেন সেই পিরলো।

গালিয়ানি জানালেন তাঁর বিশ্বাস ছিল কোনো না কোনো সময় যে কোনো দলের ডাগআউটে কোচ হিসেবে দাঁড়াবেনই পিরলো। তবে এত দ্রুত জুভেন্টাসের মতো দলের প্রধান কোচ হয়ে যাবেন পিরলো সেটি ভাবতে পারেননি। ইতালির কোরিয়েরে দেল্লো স্পোর্তসকে গালিয়ানি জানালেন পাঁচ দিন আগে পিরলোর সঙ্গে দেখা হয় তাঁর। তখন গালিয়ানি পিরলোকে বলেন, ‘দেখ আন্দ্রেয়া (পিরলো) তোমার (কোচিং) ক্যারিয়ারটা দারুণ হবে। সফল কোচ হওয়াটা তোমার ভাগ্যে লেখা আছে। কিন্তু আমি ভাবতেও পারিনি মাত্র তিন দিনেই সে জুভেন্টাসের কোচ হয়ে যাবে! আমি তাঁকে বলেছিলাম কয়েক মাস পরে হয়তো তাঁর সুযোগ আসতে পারে। সে তখন হেসেছিল।’

পিরলো জুভের কোচের দায়িত্ব পাওয়ার পর অভিনন্দন জানাতে ফোন করেন গালিয়ানি। ফোন ধরেই নাকি আগের সাক্ষাতের কথা মনে করে পাগলের মতো হাসতে থাকেন পিরলো।

এত দ্রুত জুভের মতো দলে পিরলোর কোচ হওয়াটা গালিয়ানিকে অবাক করেছে। তবে পিরলো যে একদিন কোচ হবেনই তা নাকি আগে থেকেই বুঝতে পেরেছিলেন গালিয়ানি, ‘বিশ্বাস করুন, আমি আগেই বুঝতে পেরেছিলাম। সে যখন খেলত তখনই তো কোচের ভূমিকা পালন করত। সে সময়ের মাঠের কথা মনে করুন, আমি কি মিথ্যা বলছি!’

এরপর পিরলোকে প্রশংসায় ভাসালেন গালিয়ানি, ‘এক শব্দে যদি আন্দ্রেয়াকে বর্ণনা করতে বলেন আমি বুদ্ধিমান শব্দটাই ব্যবহার করব। এ ছাড়া সে ছাত্র হিসেবেও খুব ভালো। আন্দ্রেয়া অনুসন্ধিৎসুও। প্রতিপক্ষ দলে খেলোয়াড়েরা মাঠে কী করতে পারে তার সবকিছুই সে জানে। সে জুভেন্টাসে খুব ভালো করবে। ’