নেইমারদের পার্টি-সংস্কৃতিকে 'লজ্জাজনক' বললেন সাবেক সতীর্থ

নেইমারের জন্মদিনের পার্টি এমন জমজমাটই হয় সব সময়। ফাইল ছবি
নেইমারের জন্মদিনের পার্টি এমন জমজমাটই হয় সব সময়। ফাইল ছবি

নেইমারের জন্মদিন...পার্টি। মাউরো ইকার্দির জন্মদিন...পার্টি। পিএসজির যে খেলোয়াড়েরই জন্মদিন আসুক না কেন, আলো ঝলমলে পার্টি হবে—এটা যেন প্যারিসের ক্লাবটিতে অলিখিত নিয়মে পরিণত হয়ে গেছে। তাও আবার যেনতেন পার্টি নয়, শয়ে শয়ে অতিথি থাকবে, গোটা একটা ‘প্রাসাদ’ ভাড়া করা হবে। সেখানে রাতভর চলবে উদ্দাম পার্টি। পিএসজির এই পার্টি সংস্কৃতিকে লজ্জাজনকই বলেছেন নেইমার-এমবাপ্পেদের সাবেক সতীর্থ টমাস মুনিয়ের।

২৮ বছর বয়সী মুনিয়ের লিগ ওয়ানের ক্লাব পিএসজি ছেড়ে জুলাই মাসে নাম লিখিয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডে। প্যারিসের ক্লাবটিতে চার মৌসুম খেলে তিনটি লিগ জিতেছেন মুনিয়ের। বেলজিয়ামের ডিফেন্ডার সম্প্রতি আরটিবিএফকে বলেছেন, ‘আমি যখন ব্রুজেসে ছিলাম, সেখানেও জন্মদিনের পার্টি হতো। সেই সব পার্টিতে আমরা পানশালায় গিয়ে ডার্ট বা পুল খেলতাম। কিন্তু পিএসজিতে জন্মদিনের পার্টিগুলো ভয়ংকর আর লজ্জাজনক!’

পিএসজির জন্মদিনের পার্টিগুলো কেমন তার একটা ধারণা দেওয়ারও চেষ্টা করেছেন মুনিয়ের, ‘এটা আসলে ক্লাবটির সংস্কৃতির একটা ধারণা দেয়। সেখানে জন্মদিনের পার্টি মানেই একটি প্রাসাদ ভাড়া করা বা গোটা একটি ভবন ভাড়া করা। শত শত মানুষ নিয়ে পার্টি করা। এটা দেখলে একটাই বিষয় মনে হবে—তারা ফুটবলারের চেয়েও বেশি কিছু। তারা আসলে তারকা।’

নেইমারের সর্বশেষ জন্মদিনের পার্টি নিয়ে কোচ টমাস টুখেলের সঙ্গে ঝামেলাও হয়েছিল। গত ফেব্রুয়ারিতে নেইমার তাঁর জন্মদিনের পার্টিটা করেছিলেন নঁতের বিপক্ষে লিগ ম্যাচের দুদিন আগে।