করোনায় আক্রান্ত বাদল রায়

করোনায় আক্রান্ত হয়েছে বাদল রায়। ছবি: প্রথম আলো।
করোনায় আক্রান্ত হয়েছে বাদল রায়। ছবি: প্রথম আলো।

জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার বাদল রায় করোনায় আক্রান্ত। করোনার উপসর্গ নিয়ে পরশু রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাফুফের সহ-সভাপতি বাদল রায়। পরীক্ষা করানোর পর সেদিন করোনার রিপোর্ট পজিটিভ আসে। যদিও চিকিৎসকের পরামর্শে আজ বাড়িতে ফিরে এসেছেন তিনি।

অবশ্য বাদল রায়ের অবস্থা খুব বেশি গুরুতর নয়। জাতীয় দলের সাবেক অধিনায়ক প্রথম আলোকে বলেন, 'আমি এখন ভালো আছি। শুধু সামান্য গলা ব্যথা আছে। এছাড়া আর কোনো উপসর্গ নেই। ডাক্তার আমাকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন। এজন্য বাড়ি চলে এসেছি। সব রকম নিয়ম মেনে চলছি। আমার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।' বাদল রায়ের পরিবারের আর কোনো সদস্য করোনায় আক্রান্ত হননি।

 এর আগে ২০১৭ সালে মস্তিস্কে রক্তক্ষরণে বেশ কিছু দিন হাসপাতালে থাকতে হয়েছিল বাদল রায়কে। বিদেশে গিয়ে চিকিৎসা করানোর পর সুস্থ হয়েছিলেন মোহামেডানের এই সাবেক তারকা ফুটবলার।