করোনায় বাবা হারালেন ক্রিকেটার মোশাররফ

করোনায় বাবাকে হারালেন ক্রিকেটার মোশাররফ রুবেল।
ফাইল ছবি

গত ৩ আগস্ট থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন তিনি। আক্রান্ত হয়েছিলেন করোনায়। আজ তিনি চলে গেলেন। ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের বাবা মহিউদ্দিন খন্দকারের বয়স হয়েছিল ৭৫ বছর।


মোশাররফ শুরু থেকেই হাসপাতালে বাবার দেখাশোনা করেছেন। বাবার সংস্পর্শে এসে করোনা আক্রান্ত হয়েছিলেন নিজেও। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার এখন অবশ্য সুস্থ। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) মোশাররফের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

গত বছর বাংলাদেশের হয়ে পাঁচ ওয়ানডে খেলা এই বাঁ হাতি স্পিনার মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হয়েছিলেন। সিঙ্গাপুরের একটি হাসপাতালে সফল অস্ত্রোপচারের পর সুস্থ হন তিনি। এরপর ক্রিকেটে ফেরার জন্য অনুশীলন করেছেন। কিন্তু প্রতিযোগিতামূলক ক্রিকেট এখনো ফেরা হয়নি মোশাররফের।

২০০৮ সালে মোশাররফের জাতীয় দলে অভিষেক হয়।ওই বছরই দল থেকে ছিটকে পড়েন। এরপর আবার সুযোগ মেলে ৮ বছর পর, ২০১৬ সালে। আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে খেলেই বাদ পড়েন।