হ্যাটট্রিক

বিপিএলে মাশরাফির হ্যাটট্রিক ট্রফি অর্জন দেখে একটু হিংসাই হয়েছিল। আমার কোনো হ্যাটট্রিক নেই কেন!
ভাবনার রেশ কাটতেই দরজায় কড়া নাড়ে জাতীয় বন্ধু সমাবেশ ২০১৬। শুরু হয় কাজ। সকাল থেকে সন্ধ্যা অবধি।
মনে পড়ে ২০১০ সালের কথা। অনুষ্ঠানের ১০ দিন আগে মৌচাকে চলে যাওয়া। কনকনে শীতের মধ্যে সকাল ছয়টায় ঘুম থেকে ওঠা। কুয়াশার চাদরে ঢাকা স্কাউট মাঠে কাজে নেমে পড়া। কীভাবে সন্ধ্যা হয়ে যেত টেরই পেতাম না। সব কষ্টের পরে ১৭ ও ১৮ ডিসেম্বর হলো মহাযজ্ঞ। পুরো দুই দিনে সারা দেশের বন্ধুরা মেতেছিলেন আনন্দ উৎসবে। শীত তখন দৌড়ে পালিয়েছিল। সেই থেকে শুরু। দুই বছর পরে আবার এল সমাবেশ। ২২ ও ২৩ ফেব্রুয়ারি ২০১৩। আমি পৌঁছাই ২১ ফেব্রুয়ারি। অনেক বন্ধুই সেদিন সন্ধ্যায় চলে আসেন সমাবেশস্থলে। আমার দায়িত্ব পড়ে নিবন্ধনে। তাই একটু আগেভাগেই ঘুমাতে যাই। সকালে আবার আগে আগে উঠতে হবে যে। কিন্তু ঘুমানো আর হয় না। একটু পরপর একেক বন্ধুসভা থেকে ফোন আসতে শুরু করে। কেউ বলে আমরা মাত্র ফেরিতে উঠলাম, আমরা যমুনা সেতু পার হলাম, সকাল কয়টায় গেট খুলবে? কয়টায় নিবন্ধন শুরু হবে? কেউবা আবার বলে, আমরা তো চলে এসেছি, এখন নিবন্ধন করব কীভাবে! এভাবেই ভোর থেকে শুরু হয় জাতীয় সমাবেশ ২০১৩।
এবার জাতীয় সমাবেশ ২০১৬। সেটিও আবার নতুন বছরের প্রথম দিনে। প্রথম আলো বন্ধুসভার তৃতীয় আয়োজন এটি। আমিও আছি এ সমাবেশের কাজের সঙ্গে। আমি তো তাহলে বলতেই পারি, এটি আমার হ্যাটট্রিক চান্স।
তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, প্রথম আলো ঢাকা মহানগর বন্ধুসভা