লাল কার্ডে ক্ষুব্ধ, রেফারিকে গুলি করে হত্যা আর্জেন্টাইন ফুটবলারের

থেমে গেল ফুটবল, মাঠে গুলিবিদ্ধ দুই খেলোয়াড়। ভিডিও থেকে নেওয়া ছবি
থেমে গেল ফুটবল, মাঠে গুলিবিদ্ধ দুই খেলোয়াড়। ভিডিও থেকে নেওয়া ছবি

গুনে গুনে তিনটা গুলি। রেফারির বুক এফোঁড়-ওফোঁড়। গুলি লাগল মাথায় আর ঘাড়েও। সবুজ মাঠে রক্তের প্লাবন। রেফারির অপরাধ? এক খেলোয়াড়কে দেখিয়েছিলেন লাল কার্ড। হন্তারক সেই খেলোয়াড়ই!

মর্মান্তিক এই ঘটনা ঘটেছে আর্জেন্টিনার ফুটবলে, ডিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসির আর্জেন্টিনায়! শুধু রেফারি নয়, খ্যাপা সেই খেলোয়াড়ের এলোপাতাড়ি গুলিতে বুলেটবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এক খেলোয়াড়কেও। অবশ্য সেই খেলোয়াড় এখন আশঙ্কামুক্ত। আর খুনি সেই খেলোয়াড় আপাতত পলাতক।
করদোবার ঘরোয়া ফুটবলে ঘটেছে এই ঘটনা। স্থানীয় দুটি দলের মধ্যে চলছিল ম্যাচ। নাম প্রকাশ না করা সেই খেলোয়াড়কে রেফারি সিজার ফ্লোরেস লাল কার্ড দেখান প্রতিপক্ষ খেলোয়াড়কে মারাত্মক ট্যাকল করায়। লাল কার্ড দেখার তিন মিনিটের মাথায় ক্ষুব্ধ সেই খেলোয়াড় মাঠে ফের ঢুকে গুলি চালিয়ে দেন। সেই পিস্তল কোথা থেকে এল সেটাও পরিষ্কার নয়।
খ্যাপাটে ভঙ্গিতে গুলি চালানোর সময় ওয়াল্টার জারাতে নামের এক খেলোয়াড়ও গুলিবিদ্ধ হন। পুলিশ এখন সেই খেলোয়াড়টিকে খুঁজছে। সূত্র: ফক্স স্পোর্টস।