default-image
ম্যানেজার মিহির দিবাকর জানালেন, অবসর নিয়ে আপাতত ভাবছেন না এক বছর প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকা ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি


ম্যানচেস্টারের সেই দিনটা নিশ্চয়ই ভোলার চেষ্টা করছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ভুলতেই চাইলে সব ভোলা যায় না। বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল ভারত। সে ম্যাচের পর থেকেই প্রশ্ন উঠেছে, ধোনি অবসর নেবেন কবে? এক বছর হয়ে গেল তবু জবাব নেই।
গত বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের সেই হারের বছর পূর্ণ হলো আজ। প্রশ্নটা অবিকল টিকে আছে। মঙ্গলবার ৩৯ বছর পূর্ণ করা ধোনির ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য নেওয়া বিরতি এখনো শেষ হয়নি। এর মধ্যে তাঁর অবসর নেওয়ার সম্ভাবনা নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। এবার ভারতের এই সাবেক অধিনায়কের ম্যানেজার মিহির দিবাকর জানালেন, অবসর নিয়ে আপাতত ভাবছেন না ধোনি।

বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর কোনোরকম প্রতিযোগিতামূলক ক্রিকেটই খেলেননি ধোনি। কোচ রবি শাস্ত্রীর কথা ছিল আইপিএলে ভালো করতে পারলে ফিরবেন জাতীয় দলে। করোনাভাইরাসের জন্য সেই আইপিএলের মাঠে গড়ানোও এখন শঙ্কার মুখে। তাই ধোনির আন্তর্জাতিক ক্যারিয়ারও শঙ্কামুক্ত থাকার কোনো কারণ নেই।
দিবাকর অবশ্য ধোনির জায়গা থেকে শঙ্কামুক্ত করলেন তাঁর সমর্থকদের। তাঁর ভাষ্য, 'বন্ধু হয়েও আমরা ক্রিকেট নিয়ে খুব একটা কথা বলি না। কিন্তু তাকে দেখে মনে হয় অবসর নিয়ে একদমই ভাবছে না। সে আইপিএল খেলতে মুখিয়ে আছে। এ জন্য কঠোর পরিশ্রমও করেছে। সবার নিশ্চয়ই মনে আছে, লকডাউনে সব কিছু বন্ধ হওয়ার এক মাস আগে সে চেন্নাই গিয়েছিল।'
চেন্নাই অধিনায়ক এখন সময় কাটাচ্ছেন নিজের খামার বাড়িতে। এদিকে আইপিএল মাঠে গড়ানোর চেষ্টা করছে বিসিসিআই। পরিস্থিতির উন্নতি ঘটলেই ধোনি অনুশীলন করবেন বলে জানালেন দিবাকর, 'খামার বাড়িতে সে নিজের ফিটনেস ধরে রেখেছে। লকডাউন তুলে নেওয়া হলেই অনুশীলন শুরু করবে। পরিস্থিতি কত দ্রুত স্বাভাবিক হয় তার ওপর নির্ভর করছে সব কিছু।'

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0