অভিষেকেই উজ্জ্বল তিকশানা
নামিবিয়ার বিপক্ষে ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট নেন মহীশ তিকশানা। শ্রীলঙ্কার এ অফ স্পিনার টি–টোয়েন্টি বিশ্বকাপে অভিষেকেই দারুণ বল করেছেন।
টি–টোয়েন্টি বিশ্বকাপে অভিষেকেই মনে রাখার মতো পারফরম্যান্স করলেন মহীশ তিকশানা। নামিবিয়ার বিপক্ষে আজ আবুধাবিতে ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট নেন এ স্পিনার।
তাঁর ঘূর্ণিতে নামিবিয়া বেশি দূর এগোতে পারেনি। অলআউট হয় ৯৬ রানে। তিকশানার স্পিনে নামিবিয়াকে অল্প রানে আটকে দেওয়ার পর জয় তুলে নিতে অসুবিধা হয়নি শ্রীলঙ্কার।
নামিবিয়ার ইনিংসে তৃতীয় ওভারে বল করতে আসেন এ অফ স্পিনার। প্রথম বলেই দেখা পান উইকেটের! স্টিফেন বার্ডকে ক্যাচে পরিণত করেন তিনি। মাঝে দুই ওভার পর ষষ্ঠ ওভারে আবারও বোলিংয়ে এসে প্রথম বলেই উল্টো অভিজ্ঞতার শিকার হন তিকশানা।
তাঁকে প্রথম বলেই ছক্কা মারেন ক্রেইগ উইলিয়ামস। কিন্তু চতুর্থ বলে এসে ঠিকই উইকেট তুলে নেন গত মাসেই আন্তর্জাতিক ময়দানে অভিষিক্ত এ বোলার। এবার তাঁর শিকার জেন গ্রিন।
নামিবিয়া ৫ উইকেটে ৮২ রানে থাকতে ১৬তম ওভারে তিকশানাকে আবারও বোলিংয়ে আনেন দাসুন শানাকা। ইয়ান ফ্রাইলিঙ্ককে বোল্ড আউট করেন। সব মিলিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক ম্যাচটা স্মরণীয় হয়ে থাকল তিকশানার।