default-image
>আইপিএলে কাল অশ্বিন যেভাবে বাটলারকে আউট করেছেন, এ নিয়ে তুমুল হইচই। অশ্বিন-কাণ্ডে দুই ধরনের যুক্তিই শোনা যাচ্ছে। এক পক্ষ বলছে, অশ্বিন ক্রিকেটের চরম চেতনাবিরোধী কাজ করেছেন। আরেক পক্ষ বলছে, পাঞ্জাব অধিনায়ক নিয়মের ভেতরে থেকেই বাটলারকে আউট করেছেন।
বিজ্ঞাপন
ক্রিকেট থেকে আরও পড়ুন
মন্তব্য করুন