অসুস্থ হয়ে হাসপাতালে কুশল মেন্ডিস

বুকে ব্যথা অনুভব করায় মাঠ ছেড়েছেন কুশল মেন্ডিসছবি: এএফপি

মিরপুর টেস্টের প্রথম সেশনে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন শ্রীলঙ্কা দলের ক্রিকেটার কুশল মেন্ডিস। বুকে ব্যথা নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

ঠিক কী সমস্যায় মেন্ডিসকে মাঠ ছাড়তে হয়েছে, সেটি এখনো নিশ্চিত নয়। তবে সতর্কতার জন্য মেন্ডিসকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্টের একটি সূত্র।

ঘটনাটি ঘটে লাঞ্চের ঠিক আগের ওভারে। স্লিপে থাকা মেন্ডিস উইকেটকিপার ব্যাটসম্যান নিরোশান ডিকভেলার দেওয়া বল ধরেই মাটিতে বসেন। এরপরই বুকে হাত দিয়ে শুয়ে পড়েন। এরপর তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

মেন্ডিসের বদলে এখন ফিল্ডিং করছেন কামিন্দু মেন্ডিস।