ওয়েলিংটনে আজ প্রচণ্ড ঠান্ডা। বৃষ্টি বলে হয়তো। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্যও গিয়েছিল কমে। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে আজ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে এ ম্যাচে বাংলাদেশ খারাপ করেনি। শক্তিশালী প্রতিপক্ষের পরীক্ষা নিয়ে নিগার সুলতানা-জাহানারা আলম-ফারজানা হকরা হেরেছেন ৫ উইকেটে। ওয়ানডেতে এটিই ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের মেয়েদের প্রথম ওয়ানডে লড়াই।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে মোকাবিলায় ভালোই করেছেন মেয়েরা
ছবি: এএফপি

৪৩ ওভারের ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। কিন্তু সংগ্রহটা ১৩৫ রানের বেশি হয়নি। অস্ট্রেলীয় বোলারদের সামনে ব্যাট হাতে লড়াইটা ঠিক জুতসই হয়নি বাংলাদেশের। মেগান শুট, অ্যাশলি গার্ডনার, জেস জোনাসেনদের সামনে এক লতা মণ্ডল আর শারমিন আক্তার ছাড়া কেউই চোখে চোখ রেখে লড়তে পারেননি। লতা ৬৩ বলে ৩৩ রান করেন, শারমিন করেন ৫৬ বলে ২৪। অথচ শারমিন আর মুর্শিদা বাংলাদেশকে শুরুটা ভালোই এনে দিয়েছিলেন। ৩৩ রানের উদ্বোধনী জুটি ভাঙেন গার্ডনার।

প্রথমে ব্যাটিং করে ১৩৫ রান করেছিল বাংলাদেশ
ছবি: এএফপি

এর পর থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা ফেরেন যথাক্রমে ৪৮, ৫৮ ও ৬২ রানের মাথায়। পঞ্চম উইকেট জুটিতে লতা আর রুমানা আহমেদ আরও একটি ৩৩ রানের জুটি গড়ে দলকে এগিয়ে দেন। রুমানা করেন ৪৫ বলে ১৫ রান। এরপর ষষ্ঠ উইকেটে সালমা খাতুনকে সঙ্গে নিয়ে আরও ৩৬ যোগ করেন লতা। সালমাও খেলেন ১৫ রানের এক ইনিংস। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাশলে গার্ডনার ২৩ রানে ২ উইকেট নিয়েছেন। ২ উইকেট নিয়েছেন জেস জোনাসেনও। একটি করে উইকেট নিয়েছেন মেগান শুট ও অ্যানাবেল সাদারল্যান্ড।

৫ উইকেট ফেলে দিয়ে অস্ট্রেলিয়ার ভালে পরীক্ষাই নিয়েছেন বাংলাদেশের মেয়েরা
ছবি: এএফপি

বিশ্বকাপে অনায়াসে আড়াই শ ছাড়ানো স্কোর তাড়া করা অস্ট্রেলিয়া ম্যাচ সহজে জিতবে বলেই ধারণা ছিল। কিন্তু ১৩৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৬ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। ফিরে যান অ্যালিশা হিলি, মেগ ল্যানিং, রাচেল হেইনেস। তিনটি উইকেটই নেন বাংলাদেশের অভিজ্ঞতম ক্রিকেটার অফ স্পিনার সালমা খাতুন। এরপর দলীয় ৪১ রানে তাহলিয়া ম্যাকগ্রাকে হারায় অস্ট্রেলিয়া। তাঁকে এলবিডব্লু করেন নাহিদা আক্তার। ৭০ রানে অ্যাশলে গার্ডনার রুমানা আহমেদের বলে ফিরলে নড়েচড়ে বসেন সবাই। ১৩৬ রানের লক্ষ্যে নেমে অস্ট্রেলিয়া হারিয়ে বসেছে ৫ উইকেট!

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান আসে লতা মণ্ডলের ব্যাট থেকে
ছবি: এএফপি

তবে বাংলাদেশের সামনে বড় বাধা হয়ে দাঁড়ান বেথ মুনি। অ্যানাবেল সাদারল্যান্ডকে সঙ্গে নিয়ে গড়েন ৬৬ রানের হার না-মানা জুটি। আর এ জুটিতেই ম্যাচ বের করে নেয় অস্ট্রেলিয়া। মুনি মাথা ঠান্ডা রেখে ৭৫ বলে ৬৬ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি। সাদারল্যান্ড ৩৯ বলে ২৬ রান করেন। এই দুজন অপরাজিত থেকেই অস্ট্রেলিয়াকে জিতিয়ে মাঠ ছাড়েন। বাংলাদেশকে হারিয়ে লিগ পর্বে শতভাগ জয় নিয়েই সেমিফাইনালে খেলবে অস্ট্রেলিয়া।

সালমা ২৩ রানে নিয়েছেন ৩ উইকেট—দলের সেরা বোলার নিঃসন্দেহে তিনিই। নাহিদা আক্তার ও রুমানা আহমেদ নিয়েছেন একটি করে উইকেট। বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে।