অস্ট্রেলিয়ার বিপক্ষে দল দিয়ে দিল পাকিস্তান
টেস্টের শীর্ষ দলের তকমা গায়ে লাগিয়েই পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। ১৯৯৮ সালের পর এই প্রথম পাকিস্তান সফরে যাচ্ছে দলটা। তিন টেস্টের সিরিজ দিয়ে শুরু হওয়া পূর্ণাঙ্গ এই সফর দিয়ে ২৪ বছরের অতৃপ্তি ঘোচাবে তারা। মার্চের প্রথম সপ্তাহে শুরু হওয়া সফরে অস্ট্রেলিয়া তিন টেস্ট, তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে।
গতকাল টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, প্যাট কামিন্সের অধিনায়কত্বে বেশ শক্তিশালী দলই যাচ্ছে পাকিস্তানে। এবার টেস্ট দল ঘোষণা করল পাকিস্তান।
দলের অধিনায়ক যথারীতি বাবর আজম। মূল স্কোয়াডে আছেন ১৬ জন, রিজার্ভ বেঞ্চে আরও পাঁচজনকে রাখা হয়েছে। স্কোয়াডে জায়গা পাননি ব্যাটসম্যান আবিদ আলী ও অফ স্পিনার বিলাল আসিফ।
স্পিনার আসিফের জায়গায় পেসার হারিস রউফকে দলে ফিরিয়েছে পাকিস্তান। ওদিকে আবিদ আলীর জায়গায় দলে ফিরেছেন শান মাসুদ, যার সর্বশেষ টেস্ট গত বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। আবিদ আলীর দলের বাইরে থাকাটা অবশ্য অক্রিকেটীয় কারণে। ডিসেম্বরে তাঁর হৃদযন্ত্রে জটিলতা ধরা পড়ে। এরপর থেকেই ক্রিকেটের বাইরে আছেন। গত বছর ডিসেম্বরে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেন আবিদ আলী।
তিন টেস্টের প্রথমটা শুরু হবে রাওয়ালপিন্ডিতে, ৪ মার্চ থেকে। ১২ মার্চ করাচিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট, ২১ মার্চ লাহোরে তৃতীয় টেস্ট।
প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমের মতে, টেস্ট খেলার জন্য বর্তমানে পাকিস্তানের এই স্কোয়াডই সেরা, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে হতে যাওয়া গুরুত্বপূর্ণ এই সিরিজে আমরা ধারাবাহিকতাকে প্রাধান্য দিয়েছি। শুধু সেসব জায়গাতেই পরিবর্তন এনেছি, যেখানে একদমই পরিবর্তন না করলে হচ্ছিল না। এটা করেছি ছেলেদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। টেস্ট ক্রিকেটে তাদের পারফরম্যান্সকে পুরস্কৃত করার জন্য, ভবিষ্যৎকে মাথায় রেখে দল গড়ে তোলার জন্য। ঘরোয়া ক্রিকেটে এরাই এখন সবচেয়ে ভালো, ফর্মে থাকা প্রতিভাবান খেলোয়াড়। আমি আশাবাদী, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা বেশ ভালোই লড়াই করবে।’
পিসিবি আরও জানিয়েছে, প্রধান কোচ হিসেবে সাকলায়েন মুশতাক আরও এক বছর দায়িত্ব পালন করবেন। পেস বোলিং কোচ হিসেবে তাঁকে এ সময় সাহায্য করবেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইট ও ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ।
পাকিস্তান স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক)
মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক)
আবদুল্লাহ শফিক
আজহার আলি
ফাহিম আশরাফ
ফাওয়াদ আলম
হারিস রউফ
হাসান আলি
ইমাম-উল-হক
মোহাম্মদ নাওয়াজ
নোমান আলি
সাজিদ খান
সৌদ শাকিল
শাহিন শাহ আফ্রিদি
শান মাসুদ
জাহিদ মাহমুদ
রিজার্ভ:
কামরান গুলাম
মোহাম্মদ আব্বাস
নাসিম শাহ
সরফরাজ আহমেদ
ইয়াসির শাহ