default-image

কেইন আইপিএলের কতটা মনোযোগী দর্শক, সেটিও বেরিয়ে এসেছে কেইনের কথায়, ‘আমার প্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এবার আরসিবি বেশ কিছু ভালো ক্রিকেটার এনেছে। গত বছর দলটার ভাগ্য ভালো ছিল না। এবার বিষয়গুলো ঠিক হয়েছে। আইপিএলের প্রতিটি দলই ভালো। আমি সবার খেলাই দেখতে পছন্দ করি। তবে আমার আশা, আরসিবি ভালো করবে এবার।’

কোহলির সঙ্গে বেশ কয়েকবারই দেখা হয়েছিল কেইনের। দুজনে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে একে অন্যকে শুভকামনা জানিয়ে পোস্টও করেন। সাক্ষাৎকারে কেইন জানিয়েছেন ভারতীয় ব্যাটসম্যানের সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা, ‘বিরাট কোহলির সঙ্গে আমার অনেকবারই দেখা হয়েছে, কথা হয়েছে। ওর সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে। সে খুবই বিনয়ী। তবে ওর ব্যাটিংয়ে আগুন আছে। ক্রিকেটটা দারুণ আবেগ নিয়েই খেলে। ওর খেলা দেখতে খুব ভালো লাগে।’

ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসা নিয়ে কেইন বলেন, ‘আমরা ক্রিকেট খেলাটা উপভোগ করি। একসময় ক্রিকেট খেলতাম। বছর দেড়েক টানা খেলেছি। এখনো সপ্তাহে দু-এক দিন মজা করে ক্রিকেট খেলি। আইপিএলও দারুণ উপভোগ করি।’

ক্রিকেট থেকে আরও পড়ুন
মন্তব্য করুন