ইব্রাহিমের বাড়ি নারায়ণগঞ্জে। শুক্রবার রাতে তিনি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় বিএসএফের হাতে ধরা পড়েন। স্থানীয় এক দালালকে ৫ হাজার টাকা ঘুষ দিয়ে তিনি সীমান্ত পাড়ি দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে জিজ্ঞাসাবাদে বিএসএফকে ইব্রাহিম জানিয়েছেন, তিনি একজন ক্রিকেটভক্ত। আইপিএল দেখার জন্যই তিনি সীমানা পেরিয়েছেন।
ক্রিকেটভক্ত ইব্রাহিমকে বাংলাদেশের বিজিবির কাছে এরই মধ্যে হস্তান্তর করা হয়েছে।