আইপিএল নিলামের আগে ফর্মে সাকিব

উইকেট পাচ্ছেন নিয়মিত, ব্যাটিংয়েও ভালো করছেন সাকিবছবি: শামসুল হক

মঞ্চ যত বড় হয়, সাকিব আল হাসানের পারফরম্যান্সের পরিধিও নাকি তত বাড়ে। অর্থাৎ বড় মঞ্চেই আসল সাকিবকে দেখা যায়। কথাটা গত ওয়ানডে বিশ্বকাপেই নতুন করে প্রমাণ করেছিলেন বাংলাদেশ অলরাউন্ডার।

আর বড় কোনো টুর্নামেন্টের আগে ফর্মেও ফিরতে জানেন তিনি। অতীতেও তা দেখা গেছে। এবার যেমন আইপিএল নিলামের আগে বিপিএল দিয়ে ফর্মে ফিরলেন ফরচুন বরিশাল অধিনায়ক।

আইপিএলে কলকাতার হয়ে দুবার শিরোপাজয়ী সাকিব এবার বরিশালের হয়ে শেষ চার ম্যাচেই হয়েছেন ম্যাচসেরা। কাল সিলেট সানরাইজার্সের বিপক্ষে সবশেষ ম্যাচে ব্যাটে-বলে দারুণ করেছেন এই অলরাউন্ডার।

১৯ বলে ৩৮ রানের ইনিংস খেলার পর বোলিংয়ে ২৩ রানে নেন ২ উইকেট। ব্যাটে-বলে তাঁর পারফরম্যান্সে ১২ রানের জয় পায় বরিশাল।

বিপিএলের শুরুর দিকে তাঁর পারফরম্যান্সে ফর্মে ফেরার আভাস তেমন একটা ছিল না। শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচে তাঁর পারফরম্যান্স ছিল যথাক্রমে ১৩ ও ১/৯, ২৩ ও ১/২১, ১ ও ২/২৫। শুরুটা করলেও ব্যাটিংয়ে থিতু হতে পারছিলেন না। বোলিংটা তা–ও হচ্ছিল মোটামুটি।

বল হাতেও ধারাবাহিক সাকিব
ছবি: প্রথম আলো

তবে বিপিএল চট্টগ্রামে যাওয়ার পর খোলস ছেড়ে বেরিয়ে আসেন তিনি। জহুর আহমেদ চৌধুরীর ব্যাটিংবান্ধব উইকেটে তাঁর ব্যাট কথা বলতে শুরু করে। খুলনার বিপক্ষে বরিশালকে জিতিয়েছেন ২৭ বলে ৪১ রানের দারুণ ইনিংসে। ব্যাট সুইং ও ভারসাম্য ঠিক থাকায় তুলে মারা শটগুলো সহজেই সীমানার বাইরে ঠিকানা খুঁজে নিয়েছে।

পরের ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে এই সংস্করণে ৪৫ ইনিংস পর অর্ধশতকের দেখা পান সাকিব। খেলেন ৩১ বলে ৫০ রানের ইনিংস। ২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে এই সংস্করণে সবশেষ অর্ধশতকের পর সাকিবের খেলা ওই ইনিংস ছিল বন্ধ্যত্ব কাটিয়ে ওঠার প্রতীক।

চট্টগ্রামের বিপক্ষে সে ম্যাচেই ২৩ রানে ৩ উইকেট নিয়ে পান টানা দ্বিতীয় ম্যাচসেরার পুরস্কার। সাকিবের এমন পারফরম্যান্সে বিস্ময়ের কিছু নেই। বরং এসব তাঁর স্বাভাবিক পারফরম্যান্সেরই প্রতিফলন।

টানা চার ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সাকিব
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের বিপক্ষে সে ম্যাচে নাসুম আহমেদকে মারা টানা তিন ছক্কায় ফুটে ওঠে ব্যাটসম্যান সাকিবের ফেরার বার্তা। তবে রানের মাঝে দেখার বিষয় ছিল তাঁর সহজাত রিফ্লেক্স, বল বাছাইয়ের ক্ষমতা এবং শটের রেঞ্জ কতটা ফিরেছে। ম্যাচের পর ম্যাচ যত গড়াচ্ছে, এসব ক্ষেত্রে সাকিব ছিলেন নিজের মতো করেই।

বিপিএলে চট্টগ্রাম থেকে সিলেটে চলে আসার সঙ্গে সাকিবও নিজেকে ফর্মে নিয়ে এসেছেন। এখানে বরিশালের দুটি ম্যাচেই তিনি নায়ক। কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ৩৭ বলে ৫০ রানের পাশাপাশি ২০ রানে নেন ২ উইকেট। এরপর কাল সিলেট সানরাইজার্সের বিপক্ষেও জ্বলে উঠে জিতিয়েছেন দলকে।

বিপিএলের শুরু থেকে সাকিবের বোলিংটা মোটামুটি হলেও ব্যাটিংয়ে ছন্দ পাচ্ছিলেন না। কিন্তু সময় গড়িয়ে চলার সঙ্গে ব্যাটিংয়ের ছন্দ এবং বোলিংয়ের ধার আরও বেড়েছে তাঁর। এখন সামনে আইপিএলের নিলাম।

১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এবার সবচেয়ে দামি ক্রিকেটারের শ্রেণিতে আছেন সাকিব। মোট ৪৯ জন তারকাকে রাখা হয় এবার আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায়। এর মধ্যে ১৭ জন ভারতীয় ও ৩২ জন বিদেশ ক্রিকেটার।

বিপিএলের ফর্ম কি আইপিএলে টেনে নিতে পারবেন সাকিব
ছবি: প্রথম আলো

ডেভিড ওয়ার্নার, মুজিব উর রেহমান, কাগিসো রাবাদা, ট্রেন্ট বোল্টদের সঙ্গে বিদেশি খেলোয়াড়ের তালিকায় আছেন সাকিব-মোস্তাফিজ। ভারতীয় ও বিদেশি মিলিয়ে এই ৪৯ ক্রিকেটারের ভিত্তিমূল্য দুই কোটি রুপি। অর্থাৎ নিলামে তাঁদের দাম শুরুই হবে দুই কোটি রুপি থেকে।