আইসিসির মাসসেরার দৌড়ে নাসুম
সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়ের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে আইসিসি।
ছেলেদের বিভাগে তিনজনের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। বাকি দুজন নেপালের লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানে এবং যুক্তরাস্ট্রের হার্ড হিটার ব্যাটসম্যান জাসকারান মালহোত্রা।
আইসিসির মাস সেরা ক্রিকেটারদের তালিকায় এর আগে বাংলাদেশের দুজন ক্রিকেটার মনোনয়ন পেয়েছেন—সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দুজনই পরে জিতেছেন সেরা ক্রিকেটারের পুরস্কারও। গত জুলাইয়ে সাকিব মাস সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হন। এরপর মে মাসে মুশফিকও মাস সেরা ক্রিকেটার হন। ভোটাভুটির মাধ্যমে মাসের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয়।
নিউজিল্যান্ডের বিপক্ষে গত মাসে ঘরের মাঠে পাঁচ ম্যাচ সিরিজে দারুণ বল করেন নাসুম। এই সিরিজে ৮ উইকেট নেন তিনি, এর মধ্যে চতুর্থ ম্যাচে ১০ রানে নেন ৪ উইকেট। তাঁর দারুণ পারফরম্যান্সে সিরিজটি ৩–২ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ।
লামিচানেও গত মাসে দারুণ পারফর্ম করেন আইসিসি বিশ্বকাপ লিগ টু পর্যায়ে। নেপালের উদীয়মান এ লেগ স্পিনার ৬ ওয়ানডেতে মাত্র ৭.৫৮ গড়ে নেন ১৮ উইকেট। এর মাঝে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১১ রানে ৬ উইকেটের পারফরম্যান্সও ছিল লামিচানের।
অন্যদিকে ভারতে জন্ম নেওয়া মালহোত্রা যুক্তরাষ্ট্রের হয়ে গত মাসে স্মরণীয় পারফরম্যান্স করেন। যুক্তরাষ্ট্রের প্রথম ওয়ানডে সেঞ্চুরির সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ খেলোয়াড় হিসেবে এক ওভারে ছয় ছক্কার কীর্তি গড়েন মালহোত্রা।
আইসিসি বিশ্বকাপ লিগ টু–তে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১৭৩ রানের ওই অপরাজিত ইনিংস খেলেন তিনি। সেপ্টেম্বর মাসে ৬ ম্যাচে ৮৭ গড়ে ২৬১ রান করেছিলেন এ ব্যাটসম্যান।
ছেলেদের সঙ্গে মেয়েদের মাস সেরার তিনজনের মনোনয়নও দিয়েছে আইসিসি। সেরার দৌড়ে থাকা তিনজন হলেন ইংল্যান্ডের অধিনায়ক হেদার নাইট ও চার্লি ডিন, সঙ্গে দক্ষিণ আফ্রিকার লিজেল লি।