আজ জিতলেই বাংলাদেশের নতুন রেকর্ড

জিততে হলে ভালো বোলিং করতে হবে বাংলাদেশকেছবি: প্রথম আলো

স্কোরটা অনেকেরই মনে থাকার কথা, ৬২। টি–টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর। গত বছরের আগস্টে বাংলাদেশ সফরে এসে ৪–১ ব্যবধানে হারা সিরিজের শেষ ম্যাচে এই রান করেছিল তারা। আর বাংলাদেশ?

সেটাও নিশ্চয়ই মনে আছে। আগে ব্যাট করে পুরো ২০ ওভার খেলে ১২২ রান তুলেছিল বাংলাদেশ। ৬০ রানের সেই জয়টা টি–টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের জন্য ঐতিহাসিক। আগে ব্যাট করে এত কম রান করে কখনো জেতেনি বাংলাদেশ।

সেই রেকর্ড আজ ভেঙে দেওয়ার সুযোগ মোস্তাফিজুর রহমান–নাসুম আহমেদদের সামনে। আজ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় এবং শেষ টি–টোয়েন্টিতে পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে ১১৫ রান তুলেছে বাংলাদেশ। হিসেবটা তাই পরিস্কার। আজ জিতলেই নতুন রেকর্ড।

সর্বোচ্চ ৩০ রান করেন মুশফিক
ছবি: প্রথম আলো

কিন্তু সেটি কী এত সহজ? আফগানিস্তান যে কখনোই এত কম রান তাড়া করে হারেনি! আর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উইকেট ছিল চোখে লাগার মতোই স্পিনবান্ধব। বাংলাদেশের স্পিনারদের সামলাতে অস্ট্রেলিয়ানরা যতটা হিমশিম খেয়েছিলেন, উইকেটের সমালোচনা হয়েছে তার চেয়ে বেশি।

চলতি সিরিজের উইকেট ‘স্পোর্টিং’—অন্তত স্পিনবান্ধব বলা যাচ্ছে না কোনোভাবেই।

আগে ব্যাট করে দুবার পুরো ২০ ওভার খেলে এর চেয়ে কম রান তুলেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘লো স্কোর’—এর সেই সিরিজের চতুর্থ ম্যাচে নিজেদের ইতিহাসে পুরো ২০ ওভার খেলে সর্বনিম্ন ৯ উইকেটে ১০৪ রান তুলেছিল বাংলাদেশ।

আর গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে ১০৮ রান তুলে হেরেছে বাংলাদেশ। দুটো ম্যাচই হয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

নিজের বলেই নিজে ক্যাচ ছাড়ায় শুরুটা ভালো হয়নি নাসুমের
ছবি: প্রথম আলো

দেশের বাইরে আগে ব্যাট করে পুরো ২০ ওভার খেলেও নিজেদের ইতিহাসে সবচেয়ে কম রান করে বাংলাদেশের জয়ের নজির ২০১২ সালে বেলফাস্টে। আয়ারল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে ১৪৬ রান করে ১ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছিল মুশফিকুর রহিমের দল।

আগে ব্যাট করে পুরো ২০ ওভার খেলে এর চেয়ে কম রান তুলে বাংলাদেশের জয়ের সবগুলোই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।