আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ হার
>চট্টগ্রামে দুই ম্যাচের টেস্ট সিরিজে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল।
আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। দুই ম্যাচের বেসরকারি টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জিতেছে সফরকারীরা। চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচের দুই দিনই বৃষ্টির কারণে পণ্ড হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে। খুলনার সিরিজের প্রথম ম্যাচে হেরেছিল ইমরুল কায়েসের দল।
দ্বিতীয় ম্যাচের প্রথম দিন বৃষ্টির কারণে মাত্র ৭.৪ ওভার ব্যাট করে বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় দিনের পুরোটা ভেসে যায় বৃষ্টিতে। তৃতীয় দিনে এসে ৩৩.২ ওভার ব্যাটিং করে স্বাগতিকেরা। ম্যাচটি নিশ্চিত ড্রয়ের পথে এগোচ্ছে, নিশ্চিত হয়ে যায় তৃতীয় দিনই। বাকি ছিল আনুষ্ঠানিকতার।
২ উইকেটে ১১২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা বাংলাদেশ ‘এ’ প্রথম ইনিংসে অলআউট ঠিক ২০০ রানে। সর্বোচ্চ ৬৫ রান নাঈম শেখের। এ ছাড়া ৬১ রান করেন অভিজ্ঞ রকিবুল হাসান। কায়েস আহমেদ, ইয়ামিন আহমেদজাই ও শরাফউদ্দিন আশরাফ নিয়েছেন ৩টি করে উইকেট।
আফগানিস্তান ‘এ’ দল প্রথম ইনিংসে ৪৪ ওভারে ২ উইকেটে ১৬৩ রান তুলতেই সমাপ্তি ম্যাচের। দলটির ওপেনার ইব্রাহিম জাদরান ৯৬ রান করে রানআউট। বাহির শাহ অপরাজিত ছিলেন ৫২ রানে। আফগানদের অন্য উইকেটটি পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম।