আলোর ঘাটতির আগে দৃঢ়তার আলো ছড়ালেন কোহলি-রাহানে

আলোকস্বল্পতায় দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ হয়। মাঠ ছাড়ছেন কোহলি ও রাহানে।ছবি: রয়টার্স

সাউদাম্পটনে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আজ দ্বিতীয় দিনের খেলাও ধাক্কা খেল বাজে আবহাওয়ায়। দ্বিতীয় দিনে প্রায় ৩৩ ওভার বাকি থাকতে আলোকস্বল্পতার জন্য খেলা বন্ধ ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা।

তার আগে প্রথম ইনিংসে ৩ উইকেটে ১৪৬ রান তুলেছে ভারত। উইকেটে রয়েছেন বিরাট কোহলি (৪৪*) ও আজিঙ্কা রাহানে (২৯*)। আগামীকাল নির্ধারিত সময়ের চেয়ে আরও আধ ঘন্টা বেশি সময় খেলা হবে।

প্রথম দিন ভেসে যায় বৃষ্টিতে। একটি বলও মাঠে গড়ায়নি। আজও আলোকস্বল্পতার জন্য থেমেছে খেলা, চা বিরতি দিতে হয় আগেভাগে। দুই দিন মিলিয়ে প্রায় আট ঘন্টা খেলার সময় নষ্ট হয়েছে।

যদিও বাজে আবহাওয়ার কথা ভেবেই এই টেস্টে রিজার্ভ একদিন হাতে রাখা হয়েছে। আজ গোটা দিনে ৬৪.৪ ওভার খেলা হয়েছে।

পুজারাকে তুলে নেন বোল্ট।
ছবি: রয়টার্স

টস হেরে আগে ব্যাটিংয়ে নামা ভারতের ওপেনিং জুটি ভেঙেছে ৬২ রানে। ৬৮ বলে ৩৪ রান করা রোহিত শর্মাকে তুলে নেন কিউই পেসার কাইল জেমিসন। স্লিপে ডাইভ দিয়ে তাঁর ক্যাচ নেন টিম সাউদি।

তিন ওভার পর আরেক ওপেনার শুবমান গিলকে (২৮) তুলে নেন নিল ওয়াগনার। আক্রমণে এসে নিজের তৃতীয় বলেই উইকেটের দেখা পান তিনি।

দ্রুত ২ উইকেট হারানোর পর ভারতের হাল ধরার চেষ্টা করেন চেতেশ্বর পুজারা। ৫৪ বলে তাঁর ৮ রানের ধৈর্যশীল ইনিংসের সমাপ্তি টানেন ট্রেন্ট বোল্ট। তাঁকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন এই কিউই পেসার। এর আগে ৩৬তম বলে এসে রানের খাতা খোলেন পুজারা।

বৃষ্টি ও মেঘলা আবহাওয়ায় স্বাভাবিকভাবেই কিউই পেসারদের ভালো করার কথা এমন কন্ডিশনে। চতুর্থ উইকেটে রাহানে-কোহলির ১৪৭ বলে ৫৮ রানের জুটিতে অবশ্য শেষ ভাগে দারুণ ব্যাট করেছেন দুজন।

কোহলি ১টি চার মারলেও দৃঢ়তা ছিল দেখার মতো। রাহানে শুরুতে নড়বড়ে হলেও ধীরে ধীরে থিতু হয়েছেন উইকেটে।

সাউদি-বোল্টের সুইং দেরিতে খেলে বিপদ এড়ান দুজন। ভারতের সব ব্যাটসম্যানই ক্রিজ ছেড়ে এগিয়ে ব্যাট করে বোলারদের সুইং কমানোর চেষ্টা করেছেন।

কোহলির সঙ্গে দৃঢ়তা দেখান রাহানে।
ছবি: রয়টার্স

এই চেষ্টায় কোহলি-রাহানেই বেশি সফল। শেষ সেশনে মাত্র ৯.১ ওভার খেলা হওয়ার পর আলোর স্বল্পতার জন্য স্টাম্পের বেলস তুলে নেন আম্পায়াররা। নিউজিল্যান্ডের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন বোল্ট, জেমিসন ও ওয়াগনার।

খেলার প্রায় ৩৩ ওভার বাকি থাকতে আলোকস্বল্পতার জন্য বল আর মাঠে গড়ায়নি।