‘ইতিহাসের সেরা সিরিজ জয়’ ডাকছে ভারতকে?

‘ইতিহাসের সেরা টেস্ট সিরিজ জয়ে’র পথে ভারত?ছবি: এএফপি

শোয়েব আখতার আবেগ নিয়ে কথা বলেন। আবেগের বশে কখনো কখনো একটু এলোমেলো কথাও বলেন। কিন্তু পাকিস্তানি হয়েও তিনি সব সময়ই ভারতীয় ক্রিকেটের ভক্ত। অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে ভারতের খেলায় মুগ্ধ পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। অ্যাডিলেডের দিনরাতের টেস্টে ৩৬ রানে অলআউট হওয়ার বিপর্যয় সামলে ভারত যেভাবে মেলবোর্নে ঐতিহাসিক এক জয়ে ঘুরে দাঁড়াল, সিডনিতে কঠিন পরিস্থিতিতেও হার এড়াল, শোয়েবের তা ভালো লেগেছে। শোয়েবের মতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ইতিহাসের সেরা খেলাটা খেলছে ভারত। তিনি মনে করেন, ব্রিসবেনে শেষ টেস্টে যদি ভারত জিততে পারে, তাহলে সেটি হবে ইতিহাসের সেরা টেস্ট সিরিজ জয়।

কেন এটি ইতিহাসের সেরা টেস্ট জয় হবে, তার ব্যাখ্যাও দিয়েছেন শোয়েব, ‘আমি মনে করি, গোটা সিরিজেই ভারত ভালো করেছে, নিজেদের ইতিহাসের অন্যতম সেরা খেলাটা খেলেছে। গোটা সিরিজেই ভারত বীরত্বপূর্ণ ক্রিকেট খেলেছে। তাদের মনোভাব ছিল দৃঢ়চেতা। পুরো দলই দুর্দান্ত করছে। স্পিনার, টেল এন্ডার, ফাস্ট বোলার, ব্যাটসম্যান—সবাই দারুণ। বুমরা তো নিজেকে উজাড় করে দিয়েছে। খেলোয়াড়েরা চোটে পড়েছে। কিন্তু সিরিজের নিয়ন্ত্রণটা কিছুতেই অস্ট্রেলিয়াকে নিতে দেয়নি।’

ভারতের সিরিজ জয়ের অপেক্ষায় শোয়েব আখতার।
ছবি: টুইটার

ব্রিসবেন টেস্টে এমনিতেই চোটের কারণে খুব বাজে অবস্থায় আছে ভারতীয় দল। ব্যাপার এমন দাঁড়িয়েছে যে শক্তিশালী একটা একাদশ তৈরি করে মাঠে নামাই কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। মোহাম্মদ শামি আর লোকেশ রাহুল তো আগেই চোটে পড়ে বিদায় নিয়েছেন দল থেকে। এরপর একে একে চোটে পড়েছেন উমেশ যাদব, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, এমনকি সিডনি টেস্টে ভারতকে জয়তুল্য ড্র এনে দেওয়া দুই ক্রিকেটার ব্যাটসম্যান হনুমা বিহারি ও অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

ব্রিসবেনে ভারতকে খেলতে হবে গতি আক্রমণে একেবারে আনকোরা বোলারদের নিয়ে। বাধ্য হয়েই মাঠে নামাতে হবে ‘নেট বোলার’ দলের সঙ্গে অস্ট্রেলিয়া আসা অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর ও ফর্মে না থাকা ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়াল কিংবা পৃথ্বী শকে। সিরিজ জয়ের জন্য অস্ট্রেলিয়া ব্রিসবেনের গতিময় উইকেটে যে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে—এ নিয়ে কোনো সন্দেহই নেই। শোয়েব মনে করেন, গোটা সিরিজে ভারত যখন ভালো খেলেছে, তখন ব্রিসবেনে আরও একটু চেষ্টা করুক, ‘আর একটি সপ্তাহ লড়াই করুক ভারত। সিরিজটি জিততে আরও একটু লড়াই করুক। আমি তো মনে করি, ব্রিসবেনে ভারত জিতলে সেটি হবে ইতিহাসের সেরা টেস্ট সিরিজ জয়।’

পাকিস্তানের সাবেক ফাস্ট বোলারের মতে, সিরিজ জয়ের মঞ্চ ভারতের জন্য প্রস্তুতই হয়ে আছে। এখান দরকার আত্মবিশ্বাস, ‘চোটের ব্যাপারটি মাথায় রেখেও বলা যায়, ভারতের বেঞ্চ শক্তি দারুণ। তারা বিশ্বাস করুক, এই দল নিয়েও জেতা যায়। এখন দরকার একটা শেষ ধাক্কা, তাহলেই হয়ে যায়।’